পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার ভুয়া দাবি ইউটিউবে

 পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার ভুয়া দাবি ইউটিউবে

বাংলাদেশ পাকিস্তান থেকে ৪০টি জেএফ১৭ যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে দাবি করে ইউটিউবে ভিডিও তৈরি করেছে কয়েকটি চ্যানেল। ইতিমধ্যে চ্যানেলগুলোতে কয়েক লাখ দর্শক দেখেছেন এসব ভিডিও।

ফ্যাক্ট অর ফলস্ অনুসন্ধান করে দেখেছে এধরণের দাবি সম্পূর্ণভাবে ভুয়া। বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার কোন ধরণের চুক্তি এমনকি আলোচনাও করেনি পাকিস্তানের সাথে।

যুদ্ধ বিমান কেনার দাবি করে বাংলায় সর্বপ্রথম “পাকিস্তান থেকে ৪০ টি জে.এফ -১৭ যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। তীব্র আপত্তি জানালো ভারত” শিরোনামে ১৯ অক্টোবর একটি ভিডিও আপলোড করে Deshbidash bd নামের একটি ইউটিউব চ্যানেল। তবে ভিডিওর থাম্বনেইলে দাবি করা হয় ”পাকিস্তান থেকে ৪০টি যুদ্ধবিমান কিনলো বাংলাদেশ”। এ পর্যন্ত চার লাখের বেশি দর্শক দেখেছেন ভিডিওটি।

এতে কোন সূত্র উল্লেখ করা ছাড়া দাবি করা হয়, ”পাকিস্তান থেকে ৪০টি মাল্টিরোল জেএফ থান্ডার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশে বিমান বাহিনী। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী। চুক্তি অনুযায়ী পাকিস্তান ৪০টি জেএফ ফাইটার জেট বাংলাদেশকে সরবরাহ করবে।”

এরপর আরও কয়েকটি চ্যানেল প্রায় একই শিরোনাম ও বর্ণনা দিয়ে ভিডিও প্রকাশ করে। এসব ভিডিও কয়েকলাখ দর্শক দেখেছেন। এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে,  এখানে  ও এখানে

যেভাবে তৈরি হয় মিথ্যাটি

ভারতীয় যুদ্ধ বিমান তেজসের বদলে বাংলাদেশ কেন পাকিস্তানের জেএফ-১৭ কিনতে পারে এ বিষয়ে ৩ সপ্তাহ আগ থেকে ইংরেজিতে বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল। এসব ভিডিওতে জেএফ-১৭ কেনার সরাসরি দাবি না করা হলেও শিরোনামগুলো এমনভাবে দেয়া হয় যাতে মনে হতে পারে বাংলাদেশ জেএফ -১৭ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

৩ সপ্তাহ আগে InShort নামের একটি ইউটিউব চ্যানেল ”How Pakistan’s JF-17 Thunder Is Set to Replace Tejas in Bangladesh” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। এতে পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ভারতীয় তেজস এর বদলে  জেএফ -১৭ কেন বাংলাদেশের জন্য একটা ভালো অপশন হয়ে উঠেছে সে ব্যাপারে ব্যাখ্যা করা হয়। ৩ সপ্তাহ আগে আপলোড করা প্রায় একই রকম আরো কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানেএখানে

এ ভিডিওগুলোতে সরাসরি পাকিস্তান থেকে বিমান কেনার দাবি করা না হলেও ১৭ অক্টোবর Governor Tech নামে একটি চ্যানেল থেকে ”Why Bangladesh Chose Pakistan’s JF-17 Jet” শিরোনামে আপলোড করা ভিডিও থেকে দাবি করা হয় বাংলাদেশ কেনার জন্য জেএফ -১৭ কে বাছাই করেছে।

এভাবেই ইংরেজি মিসলিডিং শিরোনোমের বিশ্লেষণমূলক ভিডিও থেকে বাংলায় সরাসরি মিথ্যা দাবিটি তৈরি হয়। মূলত বাংলাদেশ বা পাকিস্তান দুই পক্ষের কেউই এমন বিবৃতি, মন্তব্য বা আভাস দেননি। এ ব্যাপারে নির্ভরযোগ্য কোন সংবাদমাধ্যমেও কোন খবর বের হয়নি।