সম্প্রতি ফেসবুকে একটি শিশুর একাধিক ছবি পোস্ট করে চিকিৎসার জন্যে অর্থ প্রার্থনা করা হয়েছে। কিন্তু যাচাই করা দেখা গেছে, ছবিগুলো ভারতীয় এক শিশুর, বাংলাদেশের নয়।
ফেসবুকে এ সংক্রান্ত কিছু পোষ্ট পাওয়া যায় যেখানে বলা হচ্ছে, ‘শিশুটির চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে।’
কিন্তু যাচাই করে দেখা গেছে, ছবিটি ভারতের অসুস্থ এক শিশুর। রিভার্স সার্চিং করে ভারতের ক্রাউডফান্ডিং ওয়েবসাইট কিটোতে “Rahmatullah’s brain disease has put his life at risk. Please help!” শিরোনামের একটি সাহায্য আবেদনে ছবিগুলো পাওয়া গেছে।
ছবিগুলো মূলত ভারতীয় শিশু রহমতুল্লাহ’র এবং গত ফেব্রুয়ারী মাসে অসুস্থ হয়ে পড়লে রহমতুল্লাহকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে হায়দ্রাবাদের একটি হাসপাতালে পরীক্ষার পর শিশুটির মস্তিষ্কের রোগ ধরা পড়ে।
এছাড়া পোষ্টে উল্লেখিত নাম্বারগুলোতে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশে ইতিমধ্যে এধরণের প্রতারণাপূর্ন অজস্র ফেসবুক পোষ্ট ইতিমধ্যে যাচাই করা হয়েছে। কিন্তু প্রতারণা থেমে নেই।