আনসার বাহিনীর টাউন ডিফেন্স পার্টির প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে গুজব

 আনসার বাহিনীর টাউন ডিফেন্স পার্টির প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে গুজব

আনসার বাহিনীর একটি শাখা টাউন ডিফেন্স পার্টির মৌলিক প্রশিক্ষণ নিয়ে গুজবের ডালপালা বিস্তার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে যোগ দিয়েছে মিথ্যা খবর ছড়ানোর সাথে যুক্ত দেশীয় ভূইফোঁড় পোর্টাল ও ভারতীয় সংবাদমাধ্যম। বলা হচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমন করার জন্য জুলাই আন্দোলনকারীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর সমান্তরালে টাউন ডিফেন্স পার্টি নামে প্যারা মিলিশিয়া বাহিনী তৈরি করা হচ্ছে। মূলত টাউন ডিফেন্স পার্টি ১৯৮০ সালে গঠিত হয় এবং এটি আনসারের একটি শাখা হিসেবে কাজ করে। প্রতি বছরই নিয়মমাফিক এর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। 

গত ২০ জানুয়ারি বাংলাদেশ আনসার একাডেমিতে টাউন ডিফেন্স পার্টি (টিডিপি)’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। আর এই প্রশিক্ষণ নিয়ে মিথ্যা দাবিটির সূত্রপাত হয় ২১ জানুয়ারি আজম খান নামের একটি ফেইসবুক আইডির পোস্ট থেকে। আজম খান নামের আইডি থেকে ইতিপূর্বে বহুবার মিথ্যা দাবি ছড়ানো হয়েছে যা বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রশিক্ষণের কয়েকটি ছবি যুক্ত করে পোস্টটিতে বলা হয়, “খুব গোপনে একটা প‍্যারা মিলিশিয়া বাহিনী প্রস্তুত করা হচ্ছে সেনাবাহিনীর সমান্তরালে। এই প‍্যারা মিলিশিয়া বাহিনী গঠন হচ্ছে ভয়ংকর কোন ফ‍্যাসিজমের অন‍্যতম প্রধান চিহ্ন। হিটলারের নাজি পার্টির সদস‍্যদের নিয়ে গঠন করা হয়েছিল SA প‍্যারা মিলিশিয়া বাহিনী। মুসোলিনি গঠন করেছিল Fasci Italiani di Combattimento প‍্যারা মিলিশিয়া বাহিনী। যে কোন দেশে ভয়াবহ দমন-নিপীড়ন, হত‍্যাযজ্ঞ শুরু হবার পূর্বে সাধারণত এই ধরনের প‍্যারা মিলিশিয়া ফোর্স গঠিত হয়। ইউক্রেনে হয়েছে। নানা আরো দেশে হয়েছে। এখন বাংলাদেশে হচ্ছে।”

এরপরই বিভিন্ন আইডি থেকে পোস্ট হতে থাকে অনুরূপ দাবি সম্বলিত স্ট্যাটাস। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

বিডি ডাইজেস্ট নামের একটি ভূইফোঁড় পোর্টালের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে বলা হয় “আনসার ও ভিডিপির সহায়তায় অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে জুলাই আন্দোলনকারীদের। এদের নাম দেয়া হয়েছে টাউন ডিফেন্স পার্টি।” পোর্টালটি “২৫০ জনকে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে শুরু হলো প্যারা মিলিশিয়া বাহিনীর আদলে টাউন ডিফেন্স পার্টি” শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করে। সেই প্রতিবেদনে উদ্ধৃত করা হয় আজম খানের পোস্টকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ভূইফোঁড় পোর্টালটিও গুজব ছড়ানোর সাথে যুক্ত। একাধিকবার পোর্টালটির ছড়ানো গুজব শনাক্ত করেছে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান।

টাউন ডিফেন্স পার্টির প্রশিক্ষণকে জিহাদি ট্রেনিং আখ্যায়িত করে একটি শো’র আয়োজন করে ভারতীয় সংবাদ মাধ্যম আজ তক বাংলা। এতে যুক্ত হন বাংলাদেশি সাংবাদিক শহিদুল হাসান খোকন। এই সাংবাদিকও একে সন্দেহজনক ও জঙ্গি প্রশিক্ষণের সাথে তুলনা করেন। ৫ আগস্টের পর থেকে সাংবাদিক শহিদুল হাসানকে ভারতীয় মিডিয়ার ডিসইনফরমেশন ক্যাম্পেইনের সাথে অব্যাহতভাবে জড়িত থাকতে দেখা যায়।

মূলত টাউন ডিফেন্স পার্টি তথা টিডিপি আনসারের একটি শাখা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে বলা হয়, ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। প্রতিবছরই আনসারের এই শাখাটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যান্য বছরে প্রশিক্ষণের খবরও প্রচারিত হয় গণমাধ্যমে। যেমন ২০১৯ সালে ঝিনাইদহের কালিগঞ্জে ৬৪ জনের টাউন ডিফেন্স পার্টির প্রশিক্ষণের খবর প্রকাশ করে ক্রাইম পেট্রোল নামের একটি পোর্টাল।