সি’রি’য়া’র কারাবন্দীদের ছবি দাবিতে যেসব ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে

 সি’রি’য়া’র কারাবন্দীদের ছবি দাবিতে যেসব ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে

এআই দিয়ে তৈরি ছবিকে কারাগারের বলে প্রচার

একটি ভিডিওর স্ক্রিণশটে দেখা যাচ্ছে সিরিয়ার পতিত শাসক বাশার আল-আসাদের শাসনের সময়কার কুখ্যাত  কারাগার থেকে একজন বন্দিকে মুক্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে ভাইরাল হয়েছে।

ছবিটি মূলত একটি টিকটক ভিডিওর স্ক্রিণশট, যেখানে একজন বন্দিকে তার সেল থেকে হামাগুড়ি দিয়ে বের হতে দেখা যাচ্ছে।

এআই-কনটেন্ট শনাক্তকরণ টুল truemedia’র মাধ্যমে পরীক্ষা করে দেখা যায় এতে কারসাজি রয়েছে। ভাইরাল হওয়া পাঁচ সেকেন্ডের ভিডিওটি টিকটক অ্যাকাউন্ট @sanzaruu থেকে এসেছে বলে পাওয়া যায়। ভিডিও নির্মাতা নিজেই স্পষ্টভাবে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি হিসেবে উল্লেখ করেছেন। ছবিটি নিয়ে ফ্যাক্ট অর ফলস আলাদা করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

ডকু-ফিল্মের ছবিকে কারাবন্দীদের বলে প্রচার

Tadmor নামে একটি ডকু ফিল্মের ৩টি স্থির চিত্রকে আসাদের আয়নাঘরের ছবি বলে প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৬ সালে সিরিয়ার কারাগারে বন্দী কয়েকজন লেবানিজ বন্দীর ভাষ্য অনুসারে ডকু -ফিল্মটি বানানো হয়। এর পরিচালক ছিলেন মনিকা বর্গমান ও লোকমান স্লিম। সিরিয়ার পালমিরায় মরুভূমিতে অবস্থিত তাদমোর কারাগারের বন্দীদের উপর চালানো নির্মম নির্যাতনের গল্পের উপর ভিত্তি করে স্ক্রিপ্ট তৈরি করা হয় ডকু-ফিল্মটির।

মুভি রিভিউ ও রেটিং ওয়েবসাইট IMDb তে ডকু-ফিল্মটির বিস্তারিত দেয়া আছে। সেখানে ডকু-ফিল্মটির ১৬ টি স্থিরচিত্র রয়েছে। সিরিয়ার কারাগারের বলে ছড়ানো ৩টি ছবিও সেখানে আছে।

ভিয়েতনামের জাদুঘরের ছবিকে  কারাবন্দীর বলে প্রচার

ভিয়েতনামের হো চি মিন শহরের সাইগনে অবস্থিত জাদুঘরটিতে ভিয়েতনাম যুদ্ধের নানা স্মৃতি সংরক্ষিত রয়েছে। যুদ্ধের সময় মার্কিনীদের ব্যবহৃত কারাকক্ষের একটি রেপ্লিকা এটি।

ভ্রমণ নিয়ে কন্টেন্ট তৈরি করা ইউটিউব চ্যানেল @faheyjamestravel এ গত বছর ভিয়েতনাম ‍যুদ্ধ জাদুঘরের উপর তৈরি করা একটি ভিডিওর ৫ মিনিট ৪৬ সেকেন্ডে দেখানো হয় কারাকক্ষের রেপ্লিকাটি। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে  ‘Exploring the TRAGIC War Remnants Museum | Ho Chi Minh City | Vietnam.’

dzen.ru নামের একটি ওয়েবসাইটে ভিয়েতনামের ৫টি বিখ্যাত জাদুঘরের বর্ণনা দিয়ে প্রকাশ করা এক আর্টিকেলেও পাওয়া যায় ছবি। “Vietnam War Remnants Museum Replica Prison Cell. Prison cell example at Vietnam War Remnants Museum, Saigon/Ho Chi Minh City is a popular tourist attraction.” শিরোনামে আপলোড দেয়া ছবিটি যায় Flickr