ডেংগুর প্রতিষেধক হিসেবে নারিকেল তেল কি কার্যকরী?

 ডেংগুর প্রতিষেধক হিসেবে নারিকেল তেল কি কার্যকরী?

বিগত কয়েক বছর ধরেই,‘ডেঙ্গু মশা আমাদের হাঁটুর সমপরিমাণ পর্যন্ত উড়তে পারে এবং নারিকেল তেল ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে’ শীর্ষক একটি দাবি ভারতের চিকিৎসক ডাঃ বি সুকুমারের বরাতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

ভারতীয় একজন চিকিৎসকের বরাতে বাংলাদেশের একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইলে দাবি করা হচ্ছে, ডেঙ্গু প্রতিষেধকে নারিকেল তেল কাজ করে। মূলত ২০১৯ সাল থেকে এ ধরণের ফেসবুক পোস্ট বিভিন্ন সময়ে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকের পোস্টগুলোতে বলা হচ্ছে, ,‘ডেঙ্গু মশা আমাদের হাঁটুর সমপরিমাণ পর্যন্ত উড়তে পারে এবং নারিকেল তেল ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে’। এছাড়া দাবিটি ভারতের চিকিৎসক ডাঃ বি সুকুমারের বরাতেই সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।

কিন্তু নানাভাবে সার্চ করে এ ধরণের কোনো চিকিৎসার কথা কোনো বিশ্বস্ত সুত্রে পাওয়া যায়নি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অসুধ নেই। জ্বরের তীব্রতা কমানোর জন্যে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এছাড়া স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ৫টি পরামর্শের কথাও বলা হচ্ছে। সেগুলো হলঃ 

১। সবসময়ে মশারির টানিয়ে ঘুমানো , 

২। দরজা এবং জানালায় পর্দা ব্যবহার 

৩। পোকামাকড় ধ্বংসের ঔষুধ প্রয়োগ করা,

৪। মশা কামড়ে না দিতে পারে এমন পোষাক পরা এবং

৫। কেউ সংক্রমিত হলে পরামর্শক্রমে সতর্কতা অবলম্বন করা। 

এছাড়া বাংলাদেশের একটি ফ্যাক্টচেকিং সংস্থার বরাতে জানা যায়, ডেঙ্গু মশার বিষয়ে ডাঃ সুকুমার উক্ত বক্তব্যটি দেননি বরং তার নাম ব্যবহার করে ভিত্তিহীন এই পরামর্শটি গেল কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে। তিনি আরো জানান, “এই বক্তব্য আমার নয়। অন্য কেউ আপডেট করেছে, এটি মিথ্যা তথ্য। এই (মিথ্যা তথ্য) আর প্রচার করবেন না।” ডেঙ্গু চিকিৎসায় নারকেল তেল ব্যবহার করা যায় কিনা এমন জিজ্ঞাসায় ডাঃ সুকুমার বলছেন, “ডেঙ্গু থেকে বাঁচার জন্য নারকেল তেল কোনোভাবেই সাহায্য করে না। এক্ষেত্রে আপনার (রোগীর) যৌক্তিক চিকিৎসা দরকার।”