বিএনপির তিন কেন্দ্রীয় নেতার নামে ভুয়া খবর প্রচার

 বিএনপির তিন কেন্দ্রীয় নেতার নামে ভুয়া খবর প্রচার

সামাজিক মাধ্যম ফেসবুকের বেশকিছু পেইজ,আইডি ও গ্রুপ থেকে বিভিন্ন সময় স্পন্সর করা পোস্টে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও নারীদের নিয়ে গুজব ছড়ানো হয়। অনেক সময় এসব গুজব নোংরা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য নির্ভর হয়ে থাকে। 

সম্প্রতি  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করা বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি খবরের ছবি ছড়ানো হচ্ছে।  সেখানে বিবিসির ওয়েবসাইটের অনুরূপ BNP NEWS বাংলা লিখে একটি ফটোকার্ড তৈরি করে উক্ত তিন নেতার ছবি ব্যবহার করে লেখা হয়েছে “বিএনপির তিন নেতার একই সাথে পাইলসের সার্জারি সিঙ্গাপুরে” এই ধরণের গুজবের আর্কাইভ লিঙ্কগুলো এখানে(আর্কাইভ)এখানে, এখানে, দেখুন। এটি একটি এডিট করা ভুয়া ফটোকার্ড।

এই তিন নেতার সিংগাপুর ভ্রমন নিয়ে মূল্ধারার গণমাধ্যমেই বিস্তারিত উঠে এসেছে। যেমন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাড়ে ইন্টার্নাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা এবং চেক আপের জন্য সিঙ্গাপুর গিয়েছেন। এ সংক্রান্ত প্রথম আলোর নিউজ এখানে দেখুন। সেখানে বলা হয়েছে, নতুন করে তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুরে যেতে হচ্ছে।

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেটের সমস্যার জন্য সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন। এ সংক্রান্ত ভয়েস অব আমেরিকা বাংলার সংবাদ এখানে দেখুন। ভয়েস অফ আমেরিকায় বলা হয়েছে, আব্বাস দীর্ঘদিন ধরে পেটের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন এবং তিনি বিভিন্ন সময়ে দেশে চিকিৎসা নিয়েছেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তিনি।

এছাড়া বিএনপির আরেক স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন ব্রেনস্ট্রোক করায় ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেই আছেন। গত ২৭ জুন থেকে তিনি সিঙ্গাপুরে আছেন। তার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই আছেন। 

উপরোক্ত তথ্য প্রমাণে এটা প্রতীয়মান হয় যে বিএনপির তিন নেতাকে জড়িয়ে ভুয়া খবরের স্ক্রিনশটের বিষয়টি ভিত্তিহীন।