ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবালের বরাতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির শিরোনামে বলা হয়েছে, “ছাত্রলীগের স্রোতের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই” -ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি। কিন্তু যাচাই করে দেখা গেছে, একটি বিভ্রান্তিকর ওয়েব পোর্টালের সূত্রে এই ভিত্তিহীন বক্তব্যটি প্রচারিত হচ্ছে।
আলোচিত ভিডিওটি ঢাকা টেলিভিশনসহ একাধিক সরকার দলীয় ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে। ভিডিওটির ৫৩ সেকেন্ড থেকে ১ মিনিট ০৬ সেকেন্ড পর্যন্ত একজন নারীকে বলতে শোনা যায়, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানও হতাশ করেছে বিএনপিকে। তিনি ছাত্রলীগের স্রোতের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই উল্লেখ করে বলেছেন, আমাদের জনপ্রিয়তায় চরম ভাটা পড়েছে। যেসব কর্মী আছে ছাত্রদলের তা নিয়ে ছাত্রলীগকে মোকাবেলা সম্ভব না। হুবহু একই ক্যাপশন দিয়ে একইদিনে BNP-Nama পেইজে ১০ মিনিট পর বিকেল ৪:১০টায় আপলোড করা হয়। BNP-nama পেইজের ভিডিওটি এখানে দেখুন।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবালের “ছাত্রলীগের স্রোতের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই” সংক্রান্ত বক্তব্যটি একাধিক উপায়ে সার্চ করে মূলধারার কোন গণমাধ্যমে পাওয়া যায়নি। তবে দু তিনটি ওয়েব পোর্টালে রাশেদের এই বক্তব্যটি কোনো সুত্র ছাড়াই প্রচারিত হয়েছে। এদের মধ্যে ১ সেপ্টেম্বর খবরটি প্রকাশিত হয় বাংলা নিউজ ব্যাংক নামের একটি নিউজ পোর্টালে। এছাড়া পরের দিন শেরপুর নিউজসহ একাধিক পোর্টালে সুত্রহীনভাবে প্রকাশিত হতে থাকে।
বাংলা নিউজ ব্যাংক পোর্টালটি সম্পর্কে জানতে সার্চ করতে যেয়ে দেখা যায়, এ ওয়েবসাইটটির একাধিক তথ্যকে ইতিমধ্যে বাংলাদেশের একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা ভুয়া হিসেবে চিহ্নিত করেছে। এরকম দুটি প্রতিবেদনের শিরোনাম যথাক্রমে “পুরনো ভিডিও ক্লিপ দিয়ে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ভাঙ্গন দাবি” এবং “এডিট করা ভিডিওতে খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করে প্রচার”।
অর্থাৎ এ পোর্টালটি নানাসময়ে ভিত্তিহীন এবং বিকৃত খবর প্রচার করেছে বলে জানা যায়। সুতরাং এটিকে সুত্র হিসেবে নিয়ে কোনো বক্তব্যকে সত্য হিসেবে ধরা বিভ্রান্তিকর।