আবারো কালবেলার বরাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার

 আবারো কালবেলার বরাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার

দৈনিক কালবেলা নিউজের সূত্র উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একের পর এক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি বিভিন্ন ফেসবুক আইডি ও ফেসবুক পেইজ থেকে “তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার সাথে সাথে প্রায় ৭০-৮০ লক্ষ প্রবাসী দেশে আসতে প্রস্তুত” শিরোনামে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এর আগে কালবেলার সূত্র উল্লেখ করে “আগামী ১৫-ই সেপ্টেম্বরের মধ্যে তত্বাবধায়ক সরকারের রূপরেখা চায় মার্কিন যুক্তরাষ্ট্র” এমন খবর ছড়িয়েছিল। এরকম কয়েকটি পোস্টের লিঙ্ক এখানে, এখানে, এখানে দেখুন।

 

উল্লেখ্য, বিএনপি নেত্রী শামা ওবায়েদ এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের অফিশিয়াল নামের দুটো পেজ থেকে খবরটি পোষ্ট করা হলেও তাদের আসল পেজ দুটি ভিন্ন এবং সেখানে এমন কোনো খবর পোষ্ট করা হয়নি।

কিন্তু দৈনিক কালবেলার অনলাইন নিউজ পোর্টাল, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এমনকি গত কয়েকদিনের প্রিন্ট সংস্করণে নানাভাবে খুঁজে এ ধরণের  কোনো সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছআড়া বিএনপির পক্ষ থেকেও এ ধরণের ঘোষিত পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

অন্য কোন সংবাদ মাধ্যমেও এই বিষয়ে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রবাসীদের দেশে আসার যে সংবাদ কালবেলার সূত্রে প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন।