দৈনিক কালবেলা অনলাইনে গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নিউইয়র্কে বিএনপির মিছিলে পাকিস্তানের পতাকা কেন? শিরোনামে একটি উপ-সম্পাদকীয় প্রকাশিত হয়। সেখানে তিনি লেখেন “দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে বিএনপি। নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেকেন্ড এভিনিউতে এই বিক্ষোভে পাকিস্তানের পতাকার উপস্থিতি সবকিছু ছাপিয়ে আলোচনার অগ্রভাগে ঠাঁই করে নিয়েছে। বাঙালি জনসাধারণের মনে প্রশ্ন জাগিয়েছে দলীয় প্রধানের জন্য বিক্ষোভে কেন এবং কী কারণে পাকিস্তানের পতাকা নিয়ে তারা অংশ নিলেন”।
এছাড়া বারবার বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্ত বাংলা ইনসাইডার পাকিস্তানের পতাকা নিয়ে খালেদার মুক্তির দাবি যুক্তরাষ্ট্র বিএনপির শিরোনামে খবর প্রকাশ করে। এর আগে বিএনপির এই মিছিলের পাকিস্তানের পতাকা সম্বলিত ছবি এবং কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো। এসব ছবিতে তারেক রহমান, খালেদা জিয়ার ছবি ও বাংলাদেশের পতাকার পাশাপাশি পাকিস্তানেরও পতাকা দেখতে পাওয়া যায়। এ সংক্রান্ত ফেসবুক পোস্ট এখানে, এখানে, এখানে দেখুন। এই ঘটনার ভিডিও এখানে দেখুন।
বিভিন্নভাবে অনুসন্ধান করে পাকিস্তানের পতাকা নিয়ে খালেদার মুক্তির দাবি যুক্তরাষ্ট্র বিএনপির খবরের সত্যতা পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা হলো, জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রতিবারই অধিবেশনের সময় জাতিসংঘের সদর দফতরের সামনে বিভিন্ন দেশের মানুষ তাদের দাবি নিয়ে একত্রিত হয়। এজন্য একই সময় একক স্থানে বিভিন্ন দেশের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুসন্ধানে দেখা যায়, ঐদিন জাতিসংঘের হেডকোয়ার্টারে সামনে পাকিস্তানের ইমরান খানের দল পিটিআই এর কর্মসূচি ছিলো। ফেসবুকে TV one USA তে একটি লাইভ ভিডিওর ক্যাপশনে উক্ত কর্মসূচিকে পিটিআই কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে। লাইভ ভিডিওটির প্রথম ১৫ সেকেন্ডে বাংলাদেশের পতাকাও দেখা যায়। ভিডিওটি এখানে দেখুন। এছাড়া পিটিআইয়ের অঅফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা ইউজারনেইম ptiofficialpk সেখানেও ভিডিওটি দেখা যায়।
এছাড়া ফেসবুকে প্রচারিত তারেক রহমানের ছবি সম্বলিত একটি ছবিতে তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ডের পাশে জেনারেল বাজওয়া এর নাম সম্বলিত একটি প্লেকার্ড দেখা যায়। কামার জাভেদ বাজওয়া পাকিস্তানের সাবেক একজন আর্মি জেনারেল ছিলেন এবং তার সাথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ্য দ্বন্ধ ছিলো।এ সংক্রান্ত একটি সংবাদ এখানে দেখুন।
অতএব জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে পাকিস্তানের পতাকা নিয়ে বিএনপির মিছিল সংক্রান্ত যে খবর প্রচারিত হচ্ছে তা মিথ্যা। প্রকৃত সত্য হলো, জাতিসংঘের সামনে বিভিন্ন দাবিতে পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকের পাশে বাংলাদেশের নাগরিক যারা বিএনপি সমর্থন করেছিলো সেখানে পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করছিলো।