সুত্রহীনভাবে তারেক রহমান ও মির্জা ফখরুলের মাঝে দ্বন্দ্বের ভুয়া খবর প্রচার

 সুত্রহীনভাবে তারেক রহমান ও মির্জা ফখরুলের মাঝে দ্বন্দ্বের ভুয়া খবর প্রচার

সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝে দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। “আন্দোলনের রূপরেখা নিয়ে ফখরুল-তারেক দ্বন্দ্ব চরমে।  তারেক চায় লাশ, ফখরুলের আপত্তি” শিরোনামে একটি ভুয়া সংবাদ বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।  এই ভুয়া খবরটির ফেসবুকে প্রচারের পোস্ট এখানেএখানে, এখানেএখানে  দেখুন। 

এই ভুয়া খবরটি যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেগুলো এখানেএখানে, এখানে  দেখুন। সরকার দলীয় বিভিন্ন ফেসবুক পেইজ ও আওয়ামীলীগ বিভিন্ন নেতাকর্মীরা মাঝে মাঝেই বিএনপির মাঝে বিভিক্তি নিয়ে বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করে। 

অনুসন্ধান করে জানা যায়,  এই খবরটি ১০ আগস্ট ২০২৩ তারিখে প্রথম আপলোড করে বিভিন্ন সময় ভুয়া খবর প্রকাশে বার বার অভিযুক্ত  বাংলা ইনসাইডার ঐ একইদিন এই খবরটি হুবহু কপি করে আপলোড করে প্রজন্মকন্ঠ, দুইদিন পর ১২ আগস্ট  আলোকিত ভোলা এবং ১৭ আগস্ট এ বিএনপিনিউজে আপলোড করে। Banglainsider,  projonmokantho এর আগে বেশ কয়েকবার ভুয়া সংবাদ প্রচারের জন্য অভিযুক্ত হয়েছে। bnpnews বিএনপির নাম ব্যবহার করে খোলা হলেও এই ওয়েবসাইটিতে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচার করা হচ্ছে।

এছাড়া সূুুত্র বিহীন এই খবর কোন মুলধারার সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। এছাড়া যেসব সংবাদনির্ভর ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে সেসব ওয়েবসাইটের বিভিন্ন ভুয়া খবর স্বাধীন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে শনাক্ত করেছে।

সুত্রবিহীন এই খবরে বিএনপির সাথে সংশ্লিষ্ট  কারো বক্তব্য নেওয়া হয়নি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সুত্র উল্লেখ করে সংবাদটি তৈরি করা হলেও সে সংবাদের কোন সুত্র উল্লেখ করেনি ভুয়া ওয়েবসাইটগুলো। উক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে ফখরুল ও তারেক দ্বন্ধ সংক্রান্ত সংবাদটিকে ভুয়া বলে প্রতীয়মান হয়।