ভারতের ম্যানহোলের ছবিকে বাংলাদেশের বলে প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনসহ একাধিক সরকার দলীয় নেতাকর্মীরা ম্যানহোল থেকে আবর্জনা বের করার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে  দাবি করেছেন, ছবিটি বাংলাদেশের। এই ছবি সংযুক্ত করা ফেসবুক পোস্ট এখানে, এখানে, এখানে দেখুন।

অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাংলাদেশের কোন ছবি নয়। ছবিটি ভারতের বিহার প্রদেশের পাটনায় ২০১৯ সালের অক্টোবের হওয়া ফ্লাশ ফ্লাডের পরের ছবি। ছবিটি ভারতের গণমাধ্যম thewire ৯ অক্টোবর ২০১৯ সালে তাদের ওয়েবসাইটে বন্যা সম্পর্কিত সংবাদের সাথে সংযুক্ত করে প্রকাশ করে।  thewire এ প্রকাশিত ছবিটি এখানে। 

এরা আগে ৮ অক্টোবর ২০১৯ সালে Rishi Bagree নামে একজন ভারতীয় নাগরিক ছবিটি টুইটারে প্রকাশ করে।  তার  টুইটার পোস্টের লিঙ্ক এখানে দেখুন।

এই ছবিটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন জায়গার দাবি করে এর আগেও ছবিটি প্রচার করা হয়েছে। এর আগে ২২ জুলাই ২০২২ সালে শাহজানপুর থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ নামে একটি ফেসবুক পেইজে ছবিটি ব্যবহার করা হয়। পোস্টটি এখানে দেখুন। 

গুজরাটে ছবিটি ছড়িয়ে পড়লে গুজরাট ভিত্তিক একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ২০২২ সালে ছবিটির ফ্যাক্টচেক করে।  ফ্যাক্টচেকের লিঙ্ক এখানে দেখুন।

অতএব বাংলাদেশের ছবি বলে ম্যানহোলের যে ছবি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট