সামাজিক মাধ্যমে ধারাবাহিক গুজবের শিকার তারেক-কন্যা জাইমা রহমান 

 সামাজিক মাধ্যমে ধারাবাহিক গুজবের শিকার তারেক-কন্যা জাইমা রহমান 

জাইমা রহমানের নামে যত ভুয়া একাউন্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ,ইউকে,বাহরাইন,কুয়েত,ইতালিসহ  অসংখ্য দেশ থেকে অন্তত ১০৯টি ফেসবুক আইডি, পেজ, টুইটার(এক্স) এবং টিকটকে ভুয়া একাউন্ট চালানো হচ্ছে।  এসব একাউন্ট থেকে এমনকি নানাসময়ে গুজব ছড়ানো হয়েছে। ইতিমধ্যে একাধিক স্বাধীন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বেশ কয়েকবার জাইমা রহমানের নামে পরিচালিত ভুয়া একাউন্ট থেকে ছড়ানো গুজব চিহ্নিত করেছে। 

গত মে মাসে “তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের আপত্তিকর নাচের ভিডিও ভাইরাল #viralshort #foryou #video” শিরোনামে একটি ভিডিও পোষ্ট করা হয় ইউটিউবে। একই ভিডিও পোস্ট করা হয় ফেসবুকেও। কিন্তু একাধিক ফ্যাক্টচেকিং সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, নাচের এই ভিডিওটি জাইমার নয়। মূলত এটি পাকিস্তানের এক পার্টি ড্যান্সারের নাচের ভিডিও, যা ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। 

এছাড়া ইউটিউবে আরেকটি ভিডিওতে বলা হয়, “আফ্রিকার নিগ্রোদের সঙ্গে জাইমার বিয়ে দিতে চান তারেক রহমান || Zaima Rahman”। যা আবার পোষ্ট করা হয়, বাংলাদেশ আওয়ামী নবীন লীগ নামের একটি ফেসবুক পেজেও। এছাড়া একই বক্তব্য উঠে এসেছিল বিতর্কিত তথ্য প্রতিমন্ত্রীর এক ইউটিউব সাক্ষাতকারে যা নিয়ে তুলকালাম বেধে যায় পুরো দেশে। পরবর্তীতে আরেক চিত্রনায়িকাকে নিয়েও একই ধরণের মন্তব্য করায় মন্ত্রীত্ব ছাড়তে হয় সেই প্রতিমন্ত্রীকে।

একইভাবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বলা হয়, ‘লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রথম হয়েছেন’। কিন্তু দেখা যায়, ইংল্যান্ডে এমন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এছাড়া ২০২১ সাল থেকেই এমন ভুয়া খবর ছড়াচ্ছে যার সুত্রপাত ছিল Zaima Rahman নামের একটি আইডি থেকে। 

অর্থাৎ জাইমা সংক্রান্ত এসব গুজবের অন্যতম সুত্র হল তার নামে পরিচালিত অজস্র ভুয়া ফেসবুক একাউন্ট, পেজ, গ্রুপ ছাড়াও টিকটক এমনকি টুইটার একাউন্ট।

এ ব্যাপারে আরো জানতে ফ্যাক্ট অর ফলসের পক্ষ থেকে ব্যারিস্টার জাইমার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। পরবর্তীতে এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়, সামাজিক মাধ্যমগুলোতে ব্যারিস্টার জাইমার নামে খোলা একাউন্টগুলোর সবগুলোই ভুয়া। মিডিয়া সেল আরো নিশ্চিত করে যে, জাইমার কোনো নিজস্ব কোনো একাউন্ট কোনো সামাজিক মাধ্যমে নেই। এর আগেও বিএনপির প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান বেশ কয়েকবার বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করেছিলেন  যে, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাইমা রহমানের কোনো একাউন্ট নেই”।

এরই ধারাবাহিকতায় ফ্যাক্ট অর ফলসের টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাইমা রহমানের নামে কি পরিমান ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে একাউন্ট আছে তা তলিয়ে দেখতে চেয়েছে। 

 ফেসবুকে জাইমার নামে যত ভুয়া একাউন্ট পেজ

গত ১২ সেপ্টেম্বর থেকে নানাভাবে সার্চ করে জাইমা রহমানের নামে অন্তত ৩৬টি ফেসবুক আইডি খুঁজে পাওয়া গেছে।  যেগুলোতে নানাভাবে জাইমা, তারেক রহমান, তার মা জোবেদা রহমান কিংবা তার দাদী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি যুক্ত করে এসব আইডি তৈরি করা হয়েছে। এসব ভুয়া আইডির অন্তত দুটিকে এক্টিভ দেখা যাচ্ছে। লিংক যথাক্রমে এবং । 

একইভাবে ফ্যাক্ট অর ফলস দেখতে চেয়েছে, জাইমা রহমানের নামে কি পরিমান ফেসবুক পেজ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে কমপক্ষে ৫ হাজার ফলোয়ার সম্পন্ন পেজ পাওয়া গেছে অন্তত ২১টি। এর বাইরে অন্তত ৪০টি ভুয়া পেজ বিভিন্ন সময়ে খোলা হয়েছে।  এদের মধ্যে যেসব ১ লক্ষের বেশি ফলোয়ারসম্পন্ন যেসব ভুয়া ফেসবুক পেইজ পাওয়া যায় সেগুলো হলো-

১. Zaima Rahman(Zaima):এই পেইজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। Page transparency তে গিয়ে দেখা যায় এই পেইজটি বাহরাইন থেকে দুজন এডমিন পরিচালনা করেন। পেইজটি প্রথমে Mother of Democracy Begum khaleda zia নামে  প্রথমে পেইজটি শুরু হয়েছিলো ২৩ অক্টোবর ২০২০ সালে। পরে এটির নাম মহিন মজুমদার থেকে শেষে Zaima rahman নামে পরিবর্তন করা হয়)

২. Zaima Rahman: Zaimarahmanofficial ইউজার আইডি দেওয়া এই পেইজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার। বাংলাদেশ থেকে একজন এডমিন পেইজটি পরিচালনা করে

৩. Zaima Rahman(Zaima):  ২০ ফেব্রুয়ারি ২০২০ সালে পেইজটি তৈরি করা হয়।  কুয়েত থেকে চারজন ব্যাক্তি পরিচালনা করা এই পেইজের ফলোয়ার সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার

৪. Zaima Rahman: Officialzaima  ইউজার আইডি ব্যবহার করা এই পেইজটি বাংলাদেশ থেকে দুজন ও ইউকে থেকে একজন ব্যাক্তি পরিচালনা করে। এই পেইজের ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ৯৫ হাজার)। এরকম আরো অন্তত ১৫টি পেজ পাওয়া গেছে যাদের ফলোয়ার সংখ্যা কয়েক হাজার করে। 

টুইটার (এক্স) ও টিকটকেও যত ভুয়া একাউন্ট

পাশাপাশি টুইটার (এক্স) এও জাইমা রহমান ছবি ও নাম ব্যবহার  করে অন্তত ৭টি ভুয়া একাউন্ট পাওয়া যায় সেগুলো হলো- Zaima Rahman এবং  Barrister Zaima Rahman। যাদের ফলোয়ার সংখ্যা যথাক্রমে অন্তত ৩ হাজার এবং প্রায় ২ হাজার।   এর মধ্যে প্রথমটি অনলাইনে বেশি এক্টিভ বলে দেখা যাচ্ছে। একইভাবে টিকটকে জাইমা রহমানের ছবি ও নাম ব্যবহার করে যেসব একাউন্ট পরিচালিত হচ্ছে। তার মধ্যে এক্টিভ দুটি আইডির লিংক যথাক্রমে Barrister Zaima rahman এবং.Zaimanrahman646। 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব একাউন্ট থেকে নিয়মিত বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য ও গুজব ছড়ানো হয়। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কোনো পক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি।