মার্কিন ভিসা নীতি নিয়ে চীন রাষ্ট্রদূতের নামে বিকৃত বক্তব্য প্রচার

 মার্কিন ভিসা নীতি নিয়ে চীন রাষ্ট্রদূতের নামে বিকৃত বক্তব্য প্রচার

হস্তক্ষেপ বিরোধী হলেও নির্বাচন নিয়ে মার্কিন ভিসা নীতির বিরোধিতা করবে না চীনঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাতে ফেসবুকে এমন একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেছে এমন কোন মন্তব্য করেননি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

গুগলে কী ওয়ার্ড সার্চ পদ্ধতিতে খোঁজ করে দেশের কোন গণমাধ্যমে এমন কোন মন্তব্য বা খবর পাওয়া যায়নি। বাংলাদেশের চীনের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক, টুইটার বা ওয়েবসাইটেও এমন কোন বিবৃতি বা খবর পাওয়া যায়নি। তবে  সাংবাদিক মোস্তফা ফিরোজ পরিচালিত Voice Bangla নামের ইউটিউব চ্যানেলে ২৬ সেপ্টেম্বর আপলোড করা একটি ভিডিও পাওয়া যায় যার শিরোনাম হলো– “নির্বাচন নিয়ে মার্কিন ভিসা নীতির বিরোধিতা করবে না চীন!” শিরোনামে আশ্চর্যবোধক চিহ্ন দেখে বোঝা যায় এটি কোন খবর নয়।

তবে আরও নিশ্চিত হওয়ার জন্য ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় এটি একান্তই সাংবাদিক মোস্তফা ফিরোজের নিজস্ব বিশ্লেষণ বা মতামত। মোস্তফা ফিরোজ দৈনিক মানবজমিনে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি খবর বিশ্লেষণ করার মাধ্যমে তার ভিডিওটি শুরু করেন। খবরটির শিরোনাম ছিল-রাষ্ট্রদূত জানালেনহস্তক্ষেপ বিরোধী বাংলাদেশের অবস্থানে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে চীন।খবরটির কোথাও চীনের রাষ্ট্রদূতের বরাতে এমনটা বলা হয়নি যে চীন মার্কিন ভিসা নীতির বিরোধিতা করবে না। বরং রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতায় চীন ঢাকাকে সমর্থন করে, যাতে বাংলাদেশ অভ্যন্তরীণ ঐক্য স্থিতিশীলতা বজায় রাখতে পারে এবং উন্নয়ন লক্ষ্য অর্জন করতে পারে।” 

তবে মোস্তফা ফিরোজ তার ভিডিওতে মত দেন যে চীন যদিও হস্তক্ষেপের বিরোধিতা করছে তবে নির্বাচন নিয়ে কিছু বলেনি। ফলে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতির বিরোধিতা করবেনা চীন। 

ভিসা নীতির বিরোধিতা করবেনা বলে চীনের রাষ্ট্রদূতের বরাতে ফেসবুকে যে পোস্টগুলা করা হয়েছে তার অধিকাংশই ২৭ সেপ্টেম্বর করা হয়েছে। ফলে ধারণা করা যাচ্ছে মোস্তফা ফিরোজের বিশ্লেষণকে খবর মনে করে এমন মন্তব্য প্রচার করা হয়েছে ফেসবুকে।