TRP live.tv নামের একটি ফেসবুক পেইজে “মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি” ক্যাপশন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ৩ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ২৮ লাখ মানুষ দেখেছে এবং ১২ হাজার মানুষ শেয়ার করেছে। ভিডিওটির শুরুতে সেনা প্রধানকে বলতে শোনা যায় ” নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডেফিনেটলি যে অশান্ত পরিস্থিতির কারণে। এই নিষেধাজ্ঞা চলে যাবে যখন পরিস্থিতিটা শান্ত হবে”। এর সাথে সেনা প্রধান আরো কিছু কথা বলেন। ভিডিওটি এখানে দেখুন।
বিভিন্নভাবে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি ৪ জুন ২০২৩ সালের । ২০২৩ সালের জুন মাসের ৪ তারিখ রোববার পার্বত্য চট্রগ্রামের বান্দরবান এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বান্দরবান এলাকায় ভ্রমন নিষেধাজ্ঞা নিয়ে তিনি এই বক্তব্য দেন। সেনা প্রধানের সংবাদ সম্মেলনের ভিডিওটি এখানে দেখুন। চ্যানেল ২৪ এ প্রচারিত এই সংবাদের ২ মিনিট ২১ সেকেন্ড থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত সেনা প্রধানের বক্তব্য আছে। সেনা প্রধানের পরিদর্শন সংক্রান্ত খবরটি এখানে, এখানে এখানে। কিন্তু সেখানে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলোচনা ছিল না।
এছাড়া সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) ওয়েবসাইট, বিভিন্ন গণমাধ্যম খুঁজে মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত সেনাবাহিনীর কোন বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। অতএব “মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি” দাবি করে যে ভিডিও ছড়ানো হচ্ছে তা একটি ভিত্তিহীন দাবি।