আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠার ছবি এডিট করে ভুয়া তথ্য প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

ভারতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকা আনন্দ বাজারের প্রথম পৃষ্ঠার ছবি এডিট করে  একটি ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

উক্ত এডিট করা ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল ও জো বাইডেনের একটা ছবি এডিট করে বসিয়ে লেখা হয়েছে, ” জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা। এই সংক্রান্ত ফেসবুক পোস্টগুলো এখানে,এখানে, এখানে,এখানে দেখুন।

যাচাই করে আনন্দবাজার পত্রিকায় এ ধরনের কোন শিরোনাম সম্বলিত খবর পাওয়া যায়নি। মুল পত্রিকার ইপেপার সংস্করণে একই জায়গায় জো বাইডেন ও নরেন্দ্র মোদির ছবি ছিলো।  সেখানে খবরটির শিরোনাম ছিলো ” চিনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধু ভারত,বার্তা হাসিনার”।  খবরটির ই-সংস্করণ এখানে দেখুন।

পরবর্তীতে সায়মা ওয়াজেদ পুতুল তাঁর টুইটার (এক্স) অ্যাকাউন্টে জো বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন, “নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার খোশগল্প হয়েছে। আমি তাকে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছি।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও এ সকল ছবিতে দেখা যায়।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট