ভারতের খেলার ভিডিও দিয়ে আরাফাত কোকোর নামে মিথ্যাচার

 ভারতের খেলার ভিডিও দিয়ে আরাফাত কোকোর নামে মিথ্যাচার

সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিসহ বেশ কয়েকজন ফেসবুক ব্যবহার কারী গত আগস্ট মাসের শেষের দিকে একটি ক্রিকেট খেলার ২০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে। বিএনপির মিডিয়া সেলের আরাফাত রহমান কোকোর জন্মদিনের জানানো শুভেচ্ছা কার্ড জুড়ে দিয়ে ভিডিওটিতে লেখা হয় “অবশেষে আরাফাত রহমান কোকোর খেলার ভিডিও খুঁজে পাওয়া গেল”।  ২০ সেকেন্ড এর ভিডিওটি নতুন করে বিভিন্ন আইডি ও পেইজ থেকে একই ক্যাপশন সহকারে ছড়ানো হচ্ছে। 

এই ভিডিওটির ফেসবুক পোস্টের লিঙ্ক এখানে, এখানেএখানেএখানে দেখুন।  এছাড়া ভিডিওটি দিয়ে বানানো ফেসবুক রিল এখানে, এখানে দেখুন।

অনুসন্ধান করে দেখা যায় ভিডিওটি ভারতের Pramod Patil Smruti Chashak 2023 টুর্নামেন্টের  Padghe বনাম Rodpali খেলার একটি ভিডিও। এ সংক্রান্ত ভারতের মুলধারার গণমাধ্যম এনডিটিভির সংবাদের লিঙ্ক এখানে দেখুন। এই ভাইরাল ভিডিও সংক্রান্ত আরো কয়েকটি সংবাদ এখানে, এখানে দেখুন। ভিডিওটি ইউটিউব চ্যানেল SAIPREET LIVE এ লাইভ স্ট্রিমিং করা হয়। সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে কেটে  টুইটারেসহ  বিভিন্ন সোশাল মিডিয়াতে আপলোড করলে ভিডিওটি ভাইরাল হয়। ফেসবুকে আপলোড করা পোস্টটি এখানে দেখুন, টুইটারে আপলোড করা পোস্টটি এখানে  দেখুন।

অতএব “অবশেষে খুঁজে পাওয়া গেলো আরাফাত রহমানের কোকোর খেলার ভিডিও” দাবিটি ভুয়া এবং এটি  ভারতের একটি স্থানীয় টুর্নামেন্টের ভিডিও।