সম্প্রতি ‘The Nationix’ একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে “পুতুলের মেয়ে দাবি করা ছবিটি ভুয়া, ছবিটি একজন কানাডিয়ান মডেলের” শিরোনামে।
প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, “ফেসবুকে একটি ছবি সায়েমা ওয়াজেদ পুতুলের কন্যা দাবি করে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে। তবে ফ্যাক্টচেকে জানা যায়, ছবিটি সায়েমা ওয়াজেদ পুতুল বা তাঁর পরিবারের কোনো সদস্যের নয়। অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি একজন ভারতীয় বংশোদ্ভূত মডেলের, তার নাম শ্রীনিধি সুধীর, তিনি একজন কেরালা ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল।যার সঙ্গে শেখ হাসিনার পরিবার বা পুতুলের কোনো সম্পর্ক নেই।”
দেখুন এখানে
‘The Nationix’ শিরোনামে লিখেছে ছবিটি কানাডিয়ান মডেলের এবং প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় বংশোদ্ভূত মডেল শ্রীনিধি সুধীরের।
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে জানা যায়, ছবিটি শেখ পরিবারের নাতনি সায়মা ওয়াজেদ পুতুলের বড় কন্যা আমরিন খন্দকার সেমন্তীর। যিনি বর্তমানে কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের পুত্রবধু। তার বর্তমান নাম Rain Koduvath (রেইন কদুভাথ)। তার স্বামীর নাম Nikhil George Koduvath (নিখিল জর্জ কদুভাথ)।
The Nationix দাবি করছে ছবিটি ভারতীয় বংশোদ্ভূত মডেল শ্রীনিধি সুধীরের। যে তথ্যটি তারা চ্যাটজিপিটি থেকে নিয়েছে বাস্তবে শ্রীনিধি সুধীর নামে কোন মডেলকে খুঁজে পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় শ্রীনিধি সুধীর নামে একটি ইন্সট্রাগ্রাম প্রোফাইল খুঁজে পাওয়া যায় যার সাথে উক্ত ছবির কোন মিল নেই।
দেখুন এখানে
পুতুল কন্যার অন্যান্য ছবির সাথে আলোচিত ছবির তুলনা করলে দেখা যায় এটি তারই আসল ছবি।
দেখুন এখানে
