তারেক রহমানের স্বাধীনতা দিবসের বক্তব্যকে বিকৃত করে প্রচার

 তারেক রহমানের স্বাধীনতা দিবসের বক্তব্যকে বিকৃত করে প্রচার

ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বিকৃত ভিডিও ছড়ানো হচ্ছে। সেখানে তারেক রহমানকে বলতে শোনা যায় – “একটি লাশের পরিবর্তে দশটি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।’’

২০১৮ সাল থেকে এই ভিডিওটি ফেসবুকে, টিকটক এবং ইউটিউবে ছড়ানো হচ্ছে।

যাচাই করে দেখা যায় যে, ফেসবুকে প্রচারিত ভিডিওটি খুব সাধারণভাবে এডিট করা একটি ভিডিও। ২০১৭ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে বিএনপি কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের দুটি অংশ কেটে যুক্ত করে এবং একটি জায়গায় ভয়েস ওভার দিয়ে “পাকিস্তান” শব্দটি যোগ করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর বিকৃত ভিডিওটির মুল ভিডিও ইউটিউবে পাওয়া যায়। লক্ষ্য করা যায়, Bangladesh Nationalist Party-BNP নামের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় (https://youtu.be/MNSHS-YrhAk) “দেশনায়ক তারেক রহমানের বক্তব্য” শিরোনামে ৪২ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি গত ২০১৭ সালের ২৮ মার্চ আপলোড করা হয়েছে।

যেভাবে ভিডিওটি এডিট করা হয়ঃ

ইউটিউবে প্রকাশিত প্রকৃত ভিডিওটির ৩৭ মিনিট ৫ সেকেন্ড থেকে ৩৭ মিনিট ৪৫ সেকেন্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে শোনা যায়, “যে ক্ষমতায় থেকে বলতে পারে- একটি লাশের বদলে ১০টি লাশ ফেলো। যার মন্ত্রী বলতে পারে- এসব রাজনৈতিক ব্যাপার স্যাপার আলাপ করা যায় না। .. সেই দলের রাজনীতি কি এটা কি আর পরিস্কার করে বলার দরকার আছে……।’ এই বক্তব্য থেকে “একটি লাশের বদলে ১০টি লাশ ফেলো” লাইনটিকে কেটে বিচ্ছিন্নভাবে ব্যবহার করা হয়েছে, এবং শেষে পাকিস্তান ভয়েস ওভার দিয়ে যুক্ত করা হয়েছে।