বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে মুক্তিযুদ্ধের সংগঠক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর –এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে যাচাই করে দেখা গেছে নুরের একটি দীর্ঘ বক্তব্যকে ইচ্ছাকৃত কাটাছেঁড়া করে বিকৃত এই ভিডিওটি বানানো হয়েছে। তারেক রহমানকে নয়, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছে নুরুল হক নুর।
ফেসবুকে ছড়ানো ভিডিও বক্তব্যগুলো পাওয়া যাবে এখানে, এখানে, এখানে এবং এখানে। কাটাছেঁড়া করা ভিডিওটিতে নুরকে বলতে শোনা যায়, “তারেক রহমানের পরিচয় কী? তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিকভ্রান্ত ছিলো, অস্থির ছিলো কী করবে।”
তবে “বিএনপি ও তারেক রহমান নিয়ে নুরুল হক নুরের মন্তব্য” শিরোনামে মূল বক্তব্যটি খুঁজে পাওয়া যায় বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে্। গত ২৪ আগস্ট ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও ডেসক্রিপশনে লেখা রয়েছে ২৩ আগস্ট, ২০২৩ বুধবার “সাংবিধানিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা” শীর্ষক গণঅধিকার পরিষদের আয়োজনে আলোচনা সভায় গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর এর বক্তব্য।
এতে নুরকে বলতে শোনা যায়, “তারেক রহমান বাংলাদেশের বর্তমান বাংলাদেশের যে বৃহৎ যে রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রহমানের পরিচয় কী? তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিকভ্রান্ত ছিলো, অস্থির ছিলো কী করবে, কী না করবে বুঝতে পারছিলো না, আওয়ামী লীগের নেতারা যখন আত্মগোপনে চলে গিয়েছিল তারেক রহমানের বাবা মেজর জিয়াউর রহমান সেই সময় এই জাতিকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মত জাতিকে স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে উদ্ভুদ্ধ করেছিলেন।”
অর্থাৎ পুরো বক্তব্যটি শুনলে বোঝা যায় নুর তারেক রহমানের পরিচয় বর্ণনা করতে গিয়ে তারেক রহমানের বাবা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সংগঠক বলেছেন। যেটা কাটাছেঁড়া করা ভিডিওটিতে ভিন্ন অর্থ তৈরি করে নুরের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে।