সামাজিক যোগাযোগ মাধ্য়ম ফেসবুকে দাবি করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “দেশকে এগিয়ে নিতে চাইলে, অবশ্য়ই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”
এরকম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
কিন্তু যাচাই করে দেখা গেছে, তিনি এমন কোনো বক্তব্য় দেননি। কি-ওয়ার্ড সার্চ করা হলে বরং কিছু ভিন্ন বক্তব্য় পাওয়া যায়। সার্চে গত বছরের ১৫ নভেম্বর ২০২৪ এ আজকের পত্রিকায় “অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে: আমীর খসরু” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী?’ শীর্ষক এক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যেতে পারে।”
এছাড়াও, ২৯ জুন ২০২৫ দৈনিক ইত্তেফাকে “ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে হবে: আমীর খসরু” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
যেখান থেকে জানা যায়, ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে।”
এছাড়া ভারত নিয়ে তার অন্য কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, “দেশকে এগিয়ে নিতে চাইলে, অবশ্য়ই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।- আমির খসরু” প্রচারিত দাবিটি সঠিক নয়।
