গণভোট নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য বিকৃত করে প্রচার

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “গণভোটে “না” বলার সুযোগ নেই কিন্তু “হ্যাঁ” ও বলি না।” 

এরকম ফটোকার্ড সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাই করে দেখা গেছে, ফটোকার্ডে প্রচারিত বক্তব্যটি বিকৃত। গণভোট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে আরেকটি লেখা জুড়ে দিয়ে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণভোট সংক্রান্ত একটি সাম্প্রতিক বক্তব্য পাওয়া যায়। গত ৯ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জাতীয় নির্বাচন ও সংসদের সংস্কার নিয়ে সরকার আয়োজিত গণভোটের যৌক্তিকতা তুলে ধরেন। সে সময় তিনি বলেন,“এই সংস্কারের প্রস্তাবগুলো বিএনপিই অনেক আগে জাতির সামনে পেশ করেছিল।”

একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম। সেভাবেই হয়েছে। এই সংসদের সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে—সেগুলো আমরাই বহু আগে ২০১৬ সালে এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’ তিনি মনে করেন, গণভোটের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটা জরুরি এবং এতে ‘না’ বলার সুযোগ নেই।”

মির্জা ফখরুলের বক্তব্যটি দেখুন এখানে

 

অর্থাৎ, গণভোট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আংশিক বক্তব্যের সাথে আরেকটি লেখা জুড়ে দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়ানো উক্ত বক্তব্যটি বিকৃত এবং ফটোকার্ডটি বিভ্রান্তিকর।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট