গণভোট নিয়ে আফরোজা আব্বাসের নামে ভুয়া বক্তব্য প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে তৈরি ‘Janata Tv’ লেখা একটি ফটোকার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “গণভোটে “হ্যাঁ” দিলে দেশ চলে যাবে রাজাকারের হাতে”।

এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

যাচাই করে দেখা গেছে, আফরোজা আব্বাস এরকম কোনো বক্তব্য় দেননি। তিনি এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে কোনো স্বীকৃত গণমাধ্যমে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও, ‘Janata Tv’ নামে কোনো গণমাধ্যমের অস্তিত্ব নেই। এ নামে সার্চ দিলে কিছু ফেসবুক পেজ পাওয়া যায় যেগুলো আসলে স্য়াটায়ার পেজ। অর্থাত, ফটোকার্ডটিও ভুয়া। 

সুতরাং, আফরোজা আব্বাস  “গণভোটে “হ্যাঁ” দিলে দেশ চলে যাবে রাজাকারের হাতে” শীর্ষক মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে ছড়ানো দাবিটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট