“নির্বাচনের পর বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে” দাবিতে মির্জা ফখরুলের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

“নির্বাচনের পর বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেইজ এরং গ্রুপে ফটোকার্ডটি ছড়িয়ে পড়তে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  Dr.Shafiqul Islam Masud, ড. মোহাম্মদ ইউনুস (Chief Adviser), Pinaki Bhattacharya Official পিনাকী ভট্টাচার্য এবং দৈনিক নয়া দিগন্ত অনলাইন নামে পরিচালিত বেশকিছু গ্রুপে ফটোকার্ডটি ছড়াতে দেখা গেছে। 

অন্যদিকে, দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতেও দেখা গেছে নেটিজেনদের। এমডি সাকিল হোসেন সাকিল নামের একজন মন্তব্য করেছেন, “শিকার করছেন তাহলে চাঁদাবাজি যে করে”। মো. ফারুক নামে অন্য একজন লিখেছেন, “চাঁদাবাজিকে এখন বৈধ ঘোষণা করছেন আপনারা দলের জন্য , এখনো কিন্তু ক্ষমতায় আসেন নাই। ক্ষমতায় আসলে যে,চাঁদাবাজিকে পুরা বৈধ ঘোষণা করবেন তাতে কোন সন্দেহ নাই। এটা কিন্তু বাংলাদেশের আপমর জনগণ বুঝে গিয়েছে।”

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, ফটোকার্ডটির উপরের বামপাশে বাংলাদেশী বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের লোগোর আদলে তৈরি ভিন্ন একটি লোগো বসানো হয়েছে। এবং নীচের দিকে বামপাশে  ১৩ জানুয়ারি ২০২৬, মাঝে বাংলাভিশনের ওয়েব ঠিকানা এবং বিস্তারিত কমেন্টে লিখা আছে। 

তবে বাংলাভিশনের অফিশিয়াল ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে  এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এবং সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে অন্যকোনো সংবাদমাধ্যমেও দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং “নির্বাচনের পর বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দাবি করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এধরনের বক্তব্য দেননি তিনি।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট