আফরোজা আব্বাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেল ২৪-এর ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আওয়ামিলীগের ভাইয়েরা মনে করবেন এই ভোট কিন্তু আপনাদের আপার পক্ষেই কাজ করবে”।

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে

এছাড়াও, ঠিক একই ধরণের ‌আরেকটি ফটোকার্ড ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আওয়ামি ভাইয়েরা আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদের আপাকে এনে দিবো”।

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, আফরোজা আব্বাস এরকম কোনো বক্তব্য় দেননি। তিনি এমন মন্তব্য করলে সংবাদমাধ্যমে প্রচারিত হতো। কিন্তু, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে চ্যানেল-২৪ কিংবা অন্য কোনো স্বীকৃত সংবাদমাধ্যমে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও, ফটোকার্ডগুলো চ্যানেল ২৪-এর আদলে তৈরি হলেও চ্যানেলের নামের জায়গায় ‘Sujon 424’ লেখা। ফটোকার্ড দু’টির ফন্টের সাথে চ্যানেল ২৪-এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে। ফটোকার্ডগুলোর ডিজাইনেও রয়েছে নানা অসংগতি যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি ভুয়া। 

সুতরাং, আফরোজা আব্বাসের নামে ছড়ানো বক্তব্যগুলো অসত্য এবং ফটোকার্ডগুলো ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট