সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের ছবি ব্যবহার করে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ও ভারত। আর যদি জামাত ক্ষমতাই আসে, তাহলে ক্ষমতাই আসবে বাংলাদেশ।”
ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে
ঠিক একই ধরণের আরেকটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে তারেক রহমান হাসিনার মতো স্বৈরাচার হতে পারবেন না। এজন্যই বিএনপি না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে।”
ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে
কিন্তু ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, তাজুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি।
ফটোকার্ডগুলোতে কোনো তথ্যসূত্রও উল্লেখ নেই। তিনি যদি এমন বক্তব্য দিতেন তাহলে তা সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হতো। কিন্তু সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এধরণের মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও এধরণের কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং তাজুল ইসলামের ছবি ব্যবহার করে তৈরি ফটোকার্ডগুলো ভুয়া এবং মন্তব্যগুলো অসত্য়।