গণমাধ্যমের সুত্রে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভিত্তিহীন প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

“আগামী ১৫-ই সেপ্টেম্বরের মধ্যে তত্বাবধায়ক সরকারের রূপরেখা চায় মার্কিন যুক্তরাষ্ট্র।” এমন একটি ভুয়া সংবাদ দৈনিক কালবেলার সুত্রে ফেসবুকে প্রচার করা হচ্ছে। ফেসবুকে কালবেলার সুত্রে এ সংক্রান্ত পোস্টগুলো এখানে দেখুন ফেসবুক পোস্টফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। দৈনিক কালবেলার সুত্র ছাড়াও এই ধরনের কিছু পোস্ট ফেসবুলকে প্রচার হচ্ছে।  এখানে দেখুন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। 

কিছু নমুনা পোষ্ট

দৈনিক কালবেলার ওয়েবসাইট, প্রিন্ট সংস্করণ, ইপেপার, ফেসবুক পেইজ, ইউটিউবে অনুসন্ধান করে “আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চায় মার্কিন যুক্তরাষ্ট্র” শীর্ষক কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। কালবেলা ছাড়াও অন্য কোন সংবাদপত্রের ওয়েবসাইটে এ ধরণের কোন সংবাদ পাওয়া যায়নি। 

অতএব, “আগামী ১৫-ই সেপ্টেম্বরের মধ্যে তত্বাবধায়ক সরকারের রূপরেখা চায় মার্কিন যুক্তরাষ্ট্র” শীর্ষক যে সংবাদটি ফেসবুকে গত আগস্ট মাস থেকে প্রচার করা হচ্ছে তা একটি ভুয়া তথ্য।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট