কেরাত সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, অনুষ্ঠানটি জামায়াতের নয়

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সন্দ্বীপে জামায়াতের কেরাত সম্মেলনে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, উক্ত কেরাত সম্মেলনের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাংগঠনিক যোগসূত্র নেই।

কি-ওয়ার্ড সার্চ করলে ইনসাফ নামক একটি পোর্টালে গত ২৪ নভেম্বর ২০২৫ এ প্রকাশিত  “৩০ নভেম্বর সন্দ্বীপে ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “সাওতুল কুরআন ইনিস্টিউটের ব্যবস্থাপনায় সন্দ্বীপে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা’র) উদ্যোগে ৩০ নভেম্বর সন্দ্বীপে ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন হবে।”

সন্দ্বীপের কেরাত সম্মেলনে দেশি-বিদেশি ক্বারীদের আগমন ঘটে। বিদেশিদের মধ্যে মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ক্বারী, শাইখ আহমদ আল জাওহারি, ক্বারী মাহদী গুলামনেজাদ, ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী ও ক্বারী মুহাম্মদ নাজির আসগার উপস্থিত ছিলেন।

কেরাত সম্মেলনে পাকিস্তানের ক্বারী যখন মঞ্চে আসেন তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর  যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট