সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ এর জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানোর ছবি ও ভিডিও ভিন্ন দুইটি দাবিতে প্রচার করা হচ্ছে।
কোন কোন পোস্টে দাবি করা হচ্ছে মারধরকারী ছিলেন ঢাবি ছাত্রদল নেতা।
এধরণের একটি পোস্টে বলা হয়, লাঠি হাতে এক নারীকে পেটানোর ছবিটা জুলাইয়ে সবাই দেখেছেন। কিন্তু যেই তথ্য এতদিন কাউকে জানতে দেয়া হয়নাই, তা হল যিনি পেটাচ্ছেন তিনি ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি। যিনি হলে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতি করতেন এবং এই হামলায় অংশ নেন।”
আবার কোন কোন পোস্টে তাকে দাবি করা হচ্ছে ছাত্র শিবির নেতা হিসেবে।
যেমন, এধরণের দাবিতে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়, “ছাত্রদল নেত্রী তন্বী মল্লিকের উপর ছাত্রলীগের সাথে মিশে হামলা করতে দেখা যাচ্ছে অমর একুশে হলের সাবেক শিবির সভাপতি মূসা মন্ডলকে”
দেখুন এখানে (আর্কাইভ) ও এখানে (আর্কাইভ)।
তবে ফ্যাক্ট অর ফলস-এর যাচাইয়ে দেখা গেছে দু’টি দাবিই অসত্য। মারধরকারী মূসা মন্ডল অমর একুশে হলের সাবেক ছাত্রদল সভাপতি নন আবার শিবির সভাপতিও নন। তিনি ছিলেন ছাত্রলীগের অমর একুশে হলের কৃষি বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ ছাত্রলীগ অমর একুশে হল শাখার কমিটি প্যাড খুঁজে পাওয়া যায় যেখানে দেখা যায় কৃষি বিষয়ক সম্পাদক পদে মূসা মন্ডল এর নাম রয়েছে।
মূলত ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থক বিভিন্ন পেজ ও একাউন্ট থেকে পাল্টাপাল্টি অসত্য দাবি দু’টি ছড়ানো হয়।
ঘটনাটি নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
