চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে যুবদল নেতা হত্যা করেছেন দাবিতে অসত্য প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার” শিরোনামে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এরকম কিছু পোস্ট দেখুন এখানে , এখানে  এবং এখানে

যাচাইয়ে দেখা যায়,  “কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার”  শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সময় টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটিতে সময় টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১ জানুয়ারি ২০২৬ উল্লেখ করা হয়েছে ।উক্ত সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেইজে এমন কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এবং ওয়েবসাইটেও উক্ত দাবিতে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে এ সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে সময় টিভি বা অন্য কোনো গণমাধ্যমে উক্ত তারিখে এধরনের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। 

অন্যদিকে, (২৯ ড়িসেম্বর) কারওয়ান বাজারের সাধারণ ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে একটি মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনের এক পর্যায়ে ব্যবসায়ীদের উপর একদল ব্যক্তি  হামলা চালায় । তবে সেখানে হত্যাকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি।  

সোমবার ২৯  ডিসেম্বর ২০২৫ এ ডেইলি স্টারে প্রকাশিত “কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।”

রাজধানীর কারওয়ান বাজারে হামলার ঘটনা ঘটেছে কিন্তু কোন হত্যাকান্ড ঘটেনি ওইদিন।

তাছাড়া সময় টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন এবং ফন্টের মিল নেই।

সুতরাং, “কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার” শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট