ধর্ষণের দায়ে উপজেলা জামায়াত আমির গ্রেফতার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

“কাজের মেয়েকে আটকে রেখে এক মাস ধরে ধর্ষণ,সোনাদিয়া উপজেলা জামাতের আমির গ্রেফতার।” এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যাচাইয়ে এ ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

 এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয় The Crack Team নামে আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্ট একটি ফেসবুক পেইজ থেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেইজটি থেকে ছবিটি ৩ হাজার সাতশত বার শেয়ার করা হয়েছে। এছাড়াও ৬ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া এবং আট শতাধিক মন্তব্যও পড়তে দেখা গেছে।  তথ্যটি সত্য মনে করে মন্তব্য করতে দেখা গেছে ব্যবহারকারীদের। ফারুক খান নামে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এক মাস পর্যন্ত আটকে রাখছিল জান্নাতের টিকিট দেওয়ার জন্য’’। সাবিনা আক্তার নামে অন্য একজন লিখেছেন, ‘‘ওদের সমস্যা হবে না, ওদের কাছে জান্নাতের টিকেট আছে।’’

পোস্টটি দেখুন এখানে

এছাড়াও “বিএনপির ফাইটার গ্রুপ” এবং ‘‘ব্যারিস্টার,,জাইমা রহমান ফ্রেন্ড ক্লাব,” নামে কয়েকটি গ্রুপ থেকে ‍ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। সেখান থেকেও শতাধিকবার শেয়ার করা হয় ফটোকার্ডটি। 

তবে ফটোকার্ডটিতে দেয়া তারিখ (৯ জানুয়ারি, ২০২৬) এবং সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে এসময়ের মধ্যে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।

অন্যদিকে, রিভার্স ইমেজ সার্চে ফটোকার্ডে ব্যবহার করা ছবির সাথে পুরোপুরি মিল আছে এমন একটি সংবাদ পাওয়া যায় অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা মেইলের। ২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল, “নোয়াখালীতে বিএনপির ২৫ ও জামায়াতের ২ নেতাকর্মী গ্রেফতার।”

সংবাদটি দেখুন এখানে

ফলে,“কাজের মেয়েকে আটকে রেখে এক মাস ধরে ধর্ষণ,সোনাদিয়া উপজেলা জামাতের আমির গ্রেফতার।” দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সম্পাদিত এবং অসত্য।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট