মির্জা আব্বাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে তৈরি ‘Janata Tv’ লেখা একটি ফটোকার্ডে ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “সবাই চাঁদাবাজি করছে কিন্তু সব দোষ এসে পরছে আমার কাঁধে”।

এরকম পোস্ট দেখুন এখানে

যাচাই করে দেখা গেছে, মির্জা আব্বাস এরকম কোনো বক্তব্য় দেননি। তিনি এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে কোনো স্বীকৃত গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও, ‘Janata Tv’ নামে কোনো গণমাধ্যমের অস্তিত্ব নেই। এ নামে সার্চ দিলে কিছু ফেসবুক পেজ পাওয়া যায় যেগুলো আসলে স্য়াটায়ার পেজ। অর্থাত, ফটোকার্ডটিও ভুয়া। 

সুতরাং, মির্জা আব্বাস “সবাই চাঁদাবাজি করছে কিন্তু সব দোষ এসে পরছে আমার কাঁধে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ছড়ানো দাবিটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া ।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট