বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা দাবি করে ভুয়া ফটোকার্ড প্রচার

“নারায়নগঞ্জে বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা” দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

 এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে 

তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

যাচাইয়ে দেখা গেছে, ফটোকার্ডটির উপরের বামপাশে বাংলাদেশী বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের লোগোর আদলে তৈরি চান্দাভিশন নামে একটি লোগো বসানো হয়েছে এবং নীচের দিকে বামপাশে  ১৩ জানুয়ারি ২০২৬, মাঝে বাংলাভিশনের ওয়েব ঠিকানা এবং বিস্তারিত কমেন্টে লিখা আছে। তবে কমেন্টে বিস্তারিত কিছু পাওয়া যায়নি। 

এসম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে বিভিন্ন সংবাদমাধ্যমে নারায়নগঞ্জে সোমবার (১২ জানুয়ারি) রাতে একজন বাবুর্চি হত্যার খবর পাওয়া যায়। 

যাচাইয়ে দ্যা ডেইলি স্টারে গত ১৩ জানুয়ারী ২০২৬ এ “রাতের খাবারের অপেক্ষায় ছিল ছেলেরা, পথে কুপিয়ে হত্যা বাবাকে” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়,”ফতুল্লার গলাচিপা এলাকার  রায়হান মোল্লা (৫০) নামে ঐ বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সংবাদমাধ্যমকে দেয়া নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, চাষাঢ়া রেলস্টেশনের পাশে একটি খাবারের দোকান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী রাজ্জাক এবং তার সহযোগীদের সঙ্গে রায়হানের বিরোধ হয়।”

প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই যে বিএনপি নেতাকে  চাঁদা না দেয়ায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ফলে, “নারায়নগঞ্জে বিএনপি নেতাকে  চাঁদা না দেয়ায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা” দাবি করে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট