বিএনপি ইসলামি শরিয়তে বিশ্বাস করেনা—এমন কথা বলেননি রুমিন ফারহানা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার নামে ছড়ানো বাংলা ভিশনের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “বিএনপি ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না। পর্দা কে বেশ্যার পোশাক বলে, কোরআন তালিম, তাফসির মাহফিলে বাঁধা দেয়। তাদের দলে ইসলামপন্থী মানুষজন কেমনে ভোট দেয়?”ক

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে

কিন্তু ফাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়া, ফটোকার্ডটিতে তারিখ হিসেবে লেখা রয়েছে ১৪ জানুয়ারি ২০২৬। বাংলা ভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে উল্লিখিত তারিখে এধরনের বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও এধরণের বক্তব্য সম্বলিত কোনো নিউজ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডটি বাংলা ভিশনের ফটোকার্ডের আদলে তৈরি করা হলেও লগোতে “Bangla Vision”-এর স্থলে “Chanda Vision” লেখা । তাছাড়াও ফটোকার্ডটির ফন্টের সাথে বাংলা ভিশনের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায় যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি সম্পাদিত। 

সুতরাং, রুমিন ফারহানার নামে বিএনপিকে নিয়ে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট