ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে তারেক রহমান জরুরি ফোন করেছেন দাবি করে একাধিক সংবাদমাধ্যমের আদলে তৈরি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর দাবিটি ছড়িয়ে পড়ে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
তবে ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, তারেক রহমানের ফোন করার দাবি সম্বলিত সংবাদমাধ্যমের আদলে তৈরি ফটোকার্ডগুলো ভুয়া।
উক্ত দাবিতে যমুনা টেলিভিশন, প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক আমার দেশ, সময় টেলিভিশন, বার্তা বাজার, দৈনিক ইত্তেফাকের আদলে তৈরি ফটোকার্ড দিয়ে দাবিটি ছড়ানো হয়েছে। এসব ফটোকার্ডে তারিখ হিসেবে ১৪ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমগুলোর অফিশিয়াল ফেসবুক পেজের ফটোকার্ডগুলো পর্যবেক্ষন করে উক্ত দাবিতে কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে উপরোল্লিখিত দাবি সম্বলিত প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট ঘেটেও এধরণের কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
দৈনিক প্রথম আলোর অনলাইন সম্পাদক রাজিব আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, “এধরণের কোন প্রতিবেদন বা ফটোকার্ড প্রথম আলো প্রকাশ করেনি।”
ফলে, “মুফতি ফয়জুল করিমকে তারেক রহমানের জরুরি ফোন” দাবি করে ছড়ানো ফটোকার্ডগুলো ভুয়া।