সাকিবের পুরনো ভিডিও দিয়ে নগদ অর্থের ভুয়া ঘোষণা

 সাকিবের পুরনো ভিডিও দিয়ে নগদ অর্থের ভুয়া ঘোষণা

সম্প্রতি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের একটি লাইভ ভিডিওতে নগদ অর্থ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরণের একাধিক ফেসবুক পেইজ থেকে প্রচারিত লাইভ গুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে ‘ আমি প্রথম ৫০০ জনের জন্য নগদ ৳ ১০,০০০ দান করছি,যারা সঠিকভাবে অঙ্কিত নম্বরটি অনুমন করতে পারে’। 

কিন্তু যাচাই করে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান ফেসবুক পেজ থেকে লাইভে এসে কোনো নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেননি। বরং সাকিব আল হাসানের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক পেইজ থেকে সাকিবের নিজের পুরোনো ভিডিও দিয়ে টাকা প্রদানের দাবিটি প্রচারিত হয়েছে। 

আসল ভিডিওটি সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেইজে পাওয়া যায় যা ২০১৬ সালের ৮ আগস্ট আপলোড করা হয়েছিল। ভিডিওটি তিনি লাইভ করেছিলেন। এই ভিডিওটির সাথে টাকা প্রদানের সাম্প্রতিক ভিডিওগুলো মিলে যায়। 

মূলত, সেই ভিডিওতে সাকিব তার ৯ মিলিয়ন অনুসারী হওয়ার পূর্তিতে ফেসবুক লাইভে এসে তার ভক্তদের উদ্দেশ্যে নানা কথাবার্তা বলেন। পরে তার এই আসল ভিডিওকে ব্যবহার করে তার ও বিভিন্ন না,এ নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ খুলে অর্থ ঘোষণা করছে।