৪ ব্যাংক দেউলিয়া হওয়ার বিভ্রান্তিকর খবর ভূঁইফোড় পোর্টালে

 ৪ ব্যাংক দেউলিয়া হওয়ার বিভ্রান্তিকর খবর ভূঁইফোড় পোর্টালে

“দেউলিয়া হয়ে গেল ৪ ব্যাংক, টাকা তুলতে পারছেন না গ্রাহকরা” শিরোনামে দেশের ৪ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে দাবি করে খবর প্রকাশ করেছে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়েছে এ দাবিটি। এরকম খবরের কয়েকটি লিংক দেখুন এখানে-  , , । ফেসবুকের কয়েকটি পোস্ট দেখুন এখানে- , ,

উপরে উল্লেখিত শিরোনামে সর্বপ্রথম গত ৭ নভেম্বর খবর প্রকাশ করে atn24live.com নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। পোর্টালটিকে ভূইঁফোড় পোর্টাল হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট অর ফলস্। পাঠককে বিভ্রান্ত করার উদ্দেশ্যে পোর্টালটি টেলিভিশন চ্যানেল এটিএন-এর লোগোর প্রায় অনুরুপ লোগো তৈরি করেছে। পোর্টালটির ফেসবুক পেইজটি মেটা ভেরিফায়েড এবং ১.৬ মিলিয়ন ব্যবহারকারী পেইজটি ফলো করেন।

পোর্টালটি উপরোক্ত প্রতিবেদনটি প্রকাশ করার পর আরও কিছু পোর্টাল সেটি হুবহু কপি করে প্রকাশ করে। এসব পোর্টালকেও ভূঁইফোড় হিসেবে শনাক্ত করা হয়েছে।

atn24live.com নামক পোর্টালটি তাদের প্রতিবেদনে যে শিরোনাম দিয়েছে সেটি বিভ্রান্তিকর। শিরোনামে ৪ ব্যাংক দেউলিয়া হওয়ার দাবি করলেও প্র্রতিবেদনে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য সরবরাহ করেনি। বরং ঢাকা উত্তর সিটি করপোরেশন বেসরকারি খাতের চারটি ব্যাংক থেকে মেয়াদপূর্তির পরও আমানতের অর্থ তুলতে পারছে না বলে উল্লেখ করে। পোর্টালটির ভাষ্যমতে এ ৪টি ব্যাংক হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

কোন ব্যাংক চূড়ান্তভাবে দেউলিয়া হতে হলে সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে। বিভিন্ন ব্যাংকের দুর্বল অবস্থা, তার‌ল্য সংকট ও গ্রাহকরা চাহিদা অনুসারে গ্রাহকের টাকা তুলতে না পারার খবরের সত্যতা থাকলেও এখন পর্যন্ত এ ধরণের কোন ঘোষণা আসেনি। বরং দুর্বল ব্যাংকগুলোকে সবল করে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো। ৬ নভেম্বর পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ৫৫৮৫ কোটি টাকা ঋণ সহায়তা দেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি হওয়ার অর্থ দাঁড়ায় কোন ব্যাংক ঋণ ফেরত দিতে না পারলে ঋণ দাতা ব্যাংককে সে টাকা পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক

অবশ্য গত ৮ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট ও দুর্বল অবস্থার কথা বলতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর বলেছিলেন ১০ ব্যাংক দেউলিয়া অবস্থায় রয়েছে। তবে সেটি কোন ব্যাংকে দেউলিয়া ঘোষণার জন্য বলা হয়নি। ব্রিফিংয়ে ব্যাংকগুলোকে সরকার বাঁচানোর চেষ্টা করছে বলে জানান তিনি। একই সাথে গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হবেন না বলেও জানান।

ফলে দেশের ৪ ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার খবরটি বিভ্রান্তিকর।