মঙ্গলবার দিবাগত রাতে (১৩ নভেম্বর) অভিনেত্রী শবনম ফারিয়ার নামে ফেসবুক পোস্টের একটি স্ক্রিণশট ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে। যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা নানা সমালোচনা করা হয় এবং জুলাই গণ-অভ্যুত্থানকে দেশবিরোধী অপশক্তির চক্রান্ত বলে সন্দেহ করা হয়। রাত ১টার দিকে স্ক্রিণশটটি ছড়িয়ে দেয়া শুরু হয়।
ফ্যাক্ট অর ফলস্ স্ক্রিণশটটিকে রাতেই ভুয়া বলে শনাক্ত করেছে।
শবনম ফারিয়ার ভুয়া পোস্টের স্ক্রিণশটটি যেসব আইডি থেকে ছড়ানো হয় তার সবগুলোতেই স্ক্রিণশটে দেখা যায় পোস্টটি ৬ মিনিটি আগে দেয়া হয়েছে এবং এতে লাইক-রিয়েক্টের সংখ্যা ৩৩৪টি, কমেন্ট ৪৯টি, শেয়ার সংখ্যা ৭। ফলে বুঝতে পারা যায় একই এডিট করা উৎস থেকে এটি ছড়ানো হয়েছে। ভুয়া স্ক্রিণশট ছড়ানো আইডিগুলো থেকে দাবি করা হয় পোস্টটি দিয়ে তা আবার ডিলেট করে দিয়েছেন এই অভিনেত্রী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
বুধবার সকালে শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানান এমন কোন পোস্ট তিনি দেননি এবং ডিলিটও করেননি।
তিনি লিখেন-“Attention Attention: আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত । আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড । এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই । আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্য দের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!!! আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না । আবার লিখসে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই ! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে “ , অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই । আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি ।”
মাহমুদা নিপা নামের একজন কমেন্ট করেন- খুব একটা খারাপ তো বলেননি! অস্বীকার করার কি আছে?
জবাবে এই অভিনেত্রী বলেন- আমি লিখলে আমি বলবো আমি লিখেছি!!! সত্য মিথ্যা পরের কথা!!! আগে তো পোস্ট আমি লিখি নাই , সেইটা মেইন কোথা !!!
শাহিনুর আলম শাহিন নামে আরেকজন বলেন- আহ! পোলাপান যারা খুশি মনে স্ক্রিনশট শেয়ার দিয়েছিল, তাদের জন্য হলেও কিছু সময়ের জন্য এই পোস্ট আইডি থেকে করা উচিত।
এই মন্তব্যের জবাবে শবনম ফারিয়া বলেন- খারাপই লাগতেসে! কি খুশি হইসে হ্যালমেট বাহিনী!!! নিজেরা পোস্ট করে, নিজেরাই খুশি !
সৈয়দ মাহবুব মোরশেদ নামে একজন মন্তব্য করেন- আসলেই আওয়ামীলীগ কোন লেভেল এ পৌছাইছে! আপু সিরিয়াস হওয়ার কিছু নাই! টেক ইট ইজি! এর জবাবে শবনম বলেন- আমি ঘুম থেকে উঠে হাসতেছি এইসব দেখে !!!
এইচ এম তারেক আজিজ নামে একজন বলেন- খুব চাপে আছো নাকি!? এতো অস্বীকার করা লাগে কেন? এর জবাবে অভিনেত্রী বলেন- চাপ কে দিবে? চাপ দেয়ার লোক আছে কেউ এখন ?