বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরেছেন। এরই প্রেক্ষিতে তাকে জড়িয়ে একাধিক গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশে ফিরতে ২৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের একসাথে দাঁড়িয়ে থাকার একটি ছবি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ।
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, স্ত্রী ও কন্যার সাথে তারেক রহমানের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
বিএনপির ফেসবুক পেজে ২৪ ডিসেম্বর রাতে প্রকাশিত একটি পোস্টে তারেক রহমান, জোবায়দা রহমান ও জাইমা রহমানের একটি ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, দীর্ঘ প্রায় ১৮ বছর পর মাতৃভূমিতে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছবিতে তারেক, জোবায়দা ও জাইমার পোশাকের সাথে আলোচিত ছবির পোশাকের মিল পাওয়া যায়নি। তাছাড়া, প্রচারিত ছবিটির এক কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ লক্ষ্য করা যায়।
তাছাড়া, ছবিতে তারেক রহমান ও জাইমা রহমানকে জোবায়দা রহমানের তুলনায় অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে। ইন্টারনেটে থাকা তাদের ছবিগুলো বিশ্লেষণ করে তাদের উচ্চতা প্রায় সমান বলেই প্রতীয়মান হয়।
যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘দেশে ফিরেই ধানমন্ডি ৩২ পুনঃনির্মাণের ঘোষণা দিবেন তারেক রহমান।’
দেখুন এখানে
আলোচিত ফটোকার্ডে থাকা যমুনা টিভির লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে ২৪ ডিসেম্বর প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে যমুনা টিভির ফেসবুক পেজে একই ছবি সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ফটোকার্ডের মিল নেই।
মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘তারেক রহমান দেশে ফিরেই সর্বপ্রথম শেখ মুজিব এর কবর জেয়ারত করবেন, তার পর জিয়াউর রহমানের মাজার জেয়ারত করবেন। তার পর মা’কে দাপন সম্পন্ন করে আবার ২৮ তারিখে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।’
দেখুন এখানে
ফটোকার্ডটিতে থাকা আরটিভির লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২৪ ডিসেম্বর এরূপ কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। এমনকি আরটিভির ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ পাওয়া যায়নি।
তবে একইদিনে আরটিভির ফেসবুক পেজে একই ছবি সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘তারেক রহমান দেশে আসার উপলক্ষে তার নেতাকর্মীরা -তারেক রহমান এর জন্য দুইদিনে ৭ হাজার কুটি টাকা বিভিন্ন মহাসড়ক থেকে চাঁদা আদায় করছে।’
দেখুন এখানে
আলোচিত ফটোকার্ডে থাকা একাত্তর টিভির লোগো ও প্রকাশের তারিখের (২৪ ডিসেম্বর) সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে একইদিনে একাত্তর টিভির ফেসবুক পেজে একই ছবি সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তরের মূল ফটোকার্ডে ‘বৃহস্পতিবার চারঘন্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
‘দেশে ফিরেই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন তারেক রহমান’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে ২৪ ডিসেম্বরে ‘শেষ হচ্ছে অপেক্ষা; আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান’ তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কবর জিয়ারতের বিষয়ে তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে যাচাইয়ে জানা যায়, ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ২৬ ডিসেম্বর বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।

