খালেদা জিয়ার জানাজায় ‘আওয়ামী লীগ’ সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হ’ত্যা’র দাবিটি ভুয়া

ফ্যাক্ট অর ফলস টিম

৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং ৩১ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এরই প্রেক্ষিতে, “খালেদা জিয়ার জানাজায় বিএনপির সন্ত্রাসী তাণ্ডব: ‘আওয়ামী লীগ’ সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা” শিরোনামে আজকের কন্ঠ একটি সংবাদ প্রকাশ করে গত ৩১ ডিসেম্বর ২০২৫।

দেখুন এখানে 

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ‘আওয়ামী লীগ সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা’র যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা অসত্য।

কি-ওয়ার্ড সার্চ করলে প্রথম আলোর ৩১ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত “মানিক মিয়া অ্যাভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তি মারা যান। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মো. নিরব হোসেন (৫৬)। তিনি অসুস্থ ছিলেন।”

জানাজার দিনের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, জানাজায় ভিড়ের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক যুবককে মারধরের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, কিন্তু তিনি মারা যাননি। মূলত, ওই মারধরের ঘটনার আবহে নিরব হোসেনের স্বাভাবিক মৃত্যুকে যুক্ত করে ভুল প্রেক্ষাপটের মাধ্যমে এই অপপ্রচার চালানো হয়েছে। 

নিরব হোসেন জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, কোনো হামলায় নয়।

আজকের কন্ঠ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত গুজব ছড়ায়। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট