সনাতনীদের হুমকি দেননি বিএনপি প্রার্থী, খন্ডিত বক্তব্য প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের একটি বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে দাবি করা হচ্ছে, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট না দিলে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের দেশে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন তিনি। 

দেখুন এখানে (আর্কাইভ)

মানিকগঞ্জ-১ (ঘিউর, দৌলতপুত, শিবালয়) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির ঘিওর উপজেলার বানিয়াজুড়ী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষ্যে সনাতনধর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক প্রার্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। 

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, এস এ জিন্নাহ কবিরের বক্তব্যের একটি অংশ কেটে প্রেক্ষাপটবিহীনভাবে উক্ত দাবিটি ছড়ানো হচ্ছে। মূলত তিনি তার বক্তব্যে জামায়াত ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের সমর্থকরা দেশে থাকতে পারবে না বলে সতর্ক করেছেন।

এস এ জিন্নাহ কবিরের ফেসবুক পেইজে বক্তব্যের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

দেখুন এখানে

সম্পূর্ণ বক্তব্যে জামায়াতের ব্যাপারে সতর্ক করে এস এ জিন্নাহ কবিরকে বলতে শোনা যায়, “নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দীতা করত আমাদের এই স্বাধীনতা নিয়ে কোন শংক ছিল না। বিএনপি আছে, আওয়ামী লীগ নেই। বিএনপি কার সাথে প্রতিযোগিতা করছে, সে দলটি কে, আপনারাও জানেন আমরাও জানি। জামাতে ইসলাম দাড়িপাল্লা নিয়ে আজকে বিএনপির সাথে লড়াই করবে আগামী ১২ই ফেব্রুয়ারি। এই জামাতে ইসলাম ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশ্যে বাঙালিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং সর্বোপরি আমার নিজের দেখা এই বাংলার সাত কোটি হিন্দু মুসলিম ভাইবোনদের মধ্যে থেকে বেছে বেছে সনাতনী ভাইবোনদেরকে ধরে নিয়ে পশ্চিম পাকিস্তানের ক্যাম্পে হস্তান্তর করেছিল। আজকে আবার সেই পরাধীনতার শিকল আমাদের পায়ে পড়ানোর জন্য একটি অপশক্তি দেশী এবং বিদেশী একটি অপশক্তি কাজ করে যাচ্ছে।”

এরপরই তিনি জামায়াত ক্ষমতায় আসরে পরিণতি কী হতে পারে সে ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেন, “আপনার যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট না দেন আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা থাকবে না।” এই অংশটিই কেটে ছড়ানো হচ্ছে।

বক্তব্যের শেষ অংশে তাকে বলতে শোনা যায়, “আপনাদের যত বিপদ হোক, যত আপদ আসুক, আমাদেরকে সংবাদ দিবেন। আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো।”

সনাতন ধর্মাবলম্বীদের হুমকি দেওয়ার পরিবর্তে বরং বক্তব্যে তাদের আশ্বস্ত করেছেন এই বিএনপি প্রার্থী। তিনি উল্লেখ করেছেন যে, বিএনপির নেতা তারেক রহমান ক্ষমতায় এলে মুসলমানদের মতোই হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বীদের সম-অধিকার নিশ্চিত করা হবে।। 

সুতরাং, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট না দিলে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের দেশে থাকতে দেওয়া হবে না -বিএনপি প্রার্থী এমন  হুমকি দিয়েছেন বলে যে দাবিটি ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট