ছাত্রলীগ সমর্থক আইডি থেকে জাইমাকে নিয়ে ধারাবাহিক অপপ্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি বিকৃত করে অব্যাহতভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ফেসবুক একাউন্ট থেকে ছবিগুলো ছড়ানো হচ্ছে।  তবে যাচাই করে দেখা গেছে ছবিগুলো সম্পাদিত। 

এধরনের কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে 

রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে গত বছরের ২৫ ডিসেম্বর থেকে একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ছবিগুলো ছড়ানো হয়েছে।

টিনটিন নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ছড়ানো একটি ছবিতে, জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকো”র ছবি যুক্ত করে ক্যাপশনে লিখা হয়েছে, “ভাবি ও দেবরের পরকীয়ার ফলাফল…“। পোষ্টটিতে ৪ হাজারের কাছাকাছি রিয়েক্ট এবং তিন শতাধিক মন্তব্যের পাশাপাশি ১৯ বার শেয়ার করা হয়েছে। তবে হাইভডিটেক্ট.এআই নামে এআই শনাক্তকরণ সাইট ছবিটির ৯৯ শতাংশ কৃত্রিম হিসেবে শনাক্ত করেছে।

একই আইডি থেকে পোষ্ট করা বিকিনি পরিহিত অন্য একটি ছবিতে ৬ হাজারের বেশি রিয়েকশনের পাশাপাশি সাত শতাধিক মন্তব্য পড়তে দেখা যায়, এবং ছবিটি ৫০ বারের বেশি শেয়ার করা হয়েছে। তবে এআই কন্টেন্ট সনাক্তকরণ সাইট আনডিটেক্টেবল.এআই এ আপলোড করে দেখা গেছে ছবিটিতে ৯৯ শতাংশের বেশি এআই ব্যবহার করা হয়েছে। 

ছবিগুলো অন্য একাধিক একাউন্ট থেকে ছড়িয়ে পড়লেও প্রাথমিকভাবে টিনটিন নামে একটি প্রোফাইল থেকে ছবিগুলো আপলোড করা হয়। মধ্যপ্রাচ্যের ওমান থেকে পরিচালিত আইডিটি খোলা হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৪ সালে। 

এছাড়াও আইডিটি থেকে প্রয়াত বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জোবাইদা রহমানকে নিয়েও একাধিক কুরুচিপূর্ণ ও ভুয়া পোস্ট দিতে দেখা গেছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহ ও চলতি জানুয়ারি মাসে অব্যাহতভাবে অপপ্রচার চালানো হয়েছে জাইমা রহমানকে নিয়ে।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট