সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার নামে ছড়ানো বাংলাদেশ টাইমসের লগো সম্বলিত একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “বিএনপির মনোনীত সকল প্রার্থীদের ব্যাংক লোন ৫৮৮৭ কোটি টাকা। এই টাকা আপনার আমার, এই টাকা দেশের। ক্ষমতায় না থেকেই এই টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে, ক্ষমতায় আসলে কী হবে বুঝতে পেরেছেন তো?”
ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে
কিন্তু যাচাই করে দেখা গেছে, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়াও, উক্ত ফটোকার্ডটিতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের লগো রয়েছে এবং তারিখ হিসেবে লেখা রয়েছে ৭ জানুয়ারি ২০২৬। বাংলাদেশ টাইমসের অফিশিয়াল ফেসবুক পেজে উল্লিখিত তারিখে এধরনের বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডটির ফন্টের সাথে বাংলাদেশ টাইমসের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায় যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি সম্পাদিত। তাছাড়া বাংলাদেশ টাইমসের ওয়েবসাইটেও এই বক্তব্য সম্বলিত কোনো নিউজ পাওয়া যায়নি।
সুতরাং, রুমিন ফারহানার নামে বিএনপি প্রার্থীদের নিয়ে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।