“এই গণভোট আমাদের না।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটের বিরোধিতা করছেন এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ।
এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে
তবে যাচাই করে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে বিভিন্ন পেইজ এরং গ্রুপে ফটোকার্ডটি ছড়িয়ে পড়তে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশার আলো নামে একটি ফেসবুক পেইজ থেকে ফটোকার্ডটি ৫৬ বার শেয়ার হতে দেখা গেছে। শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি ৬৪ টি মন্তব্যও এসেছে এতে। নেটিজেনদের দাবিটি বিশ্বাস করতেও দেখা গেছে। আশরাফুল বাবলু নামের একজন লিখেছেন, “ একেক সময় একেক রকম কথা – এরশাদের চেয়েও বেশি খারাপ লোকটা।”
সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। ফটোকার্ডটি বাংলাদেশী বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ফটোকার্ড নকল করে ‘জনতা টিভি’ নামে তৈরি করা হয়েছে। বাংলাদেশে এধরনের কোনো প্রতিষ্টিত সংবাদমাধ্যম নেই।
সুতরাং এই গণভোেট আমাদের না এমন দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়িয়ে পড়া দাবিটি গুজব।