নিয়মিত অপতথ্য ছড়ায় জামায়াত সমর্থক এই পেইজগুলো

ফ্যাক্ট অর ফলস টিম

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ভুয়া ফটোকার্ডের মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের জড়িয়ে গণমাধ্যমের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

ফ্যাক্ট অর ফলস যাচাই করে এমন ৬টি পেইজ খুঁজে পেয়েছে যেগুলো প্রতিনিয়ত গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড, এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও প্রচার করছে।

যাচাইয়ে দেখা যায়,  পেইজগুলো জামায়াতের প্রচার প্রচারণার পাশাপাশি অন্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের নামে ভুয়া ও বানোয়াট বক্তব্য প্রচার করে।

পর্যবেক্ষণে দেখা যায়, ঢাবি কণ্ঠস্বর, Dhaka Expose, Azadir Dak – আজাদির ডাক, ভারতীয় পণ্য বয়কট করুন – Boycott Indian Products, ইনকিলাব জিন্দাবাদ, Akhi’s story এই পেইজগুলো নিয়মিত ভুয়া ফটোকার্ড, মিথ্যা তথ্য এবং এআই ভিডিও প্রচার করে।

ঢাবি কণ্ঠস্বর পেজটি রাজনৈতিক নেতা কর্মীদের নামে ভুয়া ও বানোয়াট বক্তব্যের ফটোকার্ড তৈরি করে প্রচার করে। পেইজটির পূর্বে নাম ছিলো DU Fact Check এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় ঢাবি কণ্ঠস্বর। পেইজটি এখন পর্যন্ত ১০০টির বেশি ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে। তবে জামায়াতের নেতাদের বক্তব্য বিকৃত করেনি।

সম্প্রতি ঢাবি কণ্ঠস্বর পেইজে একটি ফটোকার্ডে দাবি করা হয়, “বিএনপি ক্ষমতায় আসলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া হবে। এখানে সব ধর্মকে সমান অধিকার দেওয়া হবে।” ঢাকা-১৯ এর বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবু এমন বক্তব্য প্রচার করা হচ্ছে কিন্তু তার এমন কোন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। দেখুন এখানে 

অন্য একটি পোস্টে দেখা যায়, মির্জা আব্বাসকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে, “বড় দলের মধ্যে চাঁদাবাজি খুনাখুনি এসব হয়, নির্বাচনে এসব কোনো বিষয় মেটার করেনা।” কিন্তু মির্জা আব্বাস এমন কোন বক্তব্য দেননি। দেখুন এখানে

Dhaka Expose পেইজটিতে এক্সপোজ করার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। পেইজটির প্রথমে নাম ছিলো  গণতদন্ত – Ganotadonta সেটি পরিবর্তন করে রাখা হয়  Department of Expose, University of Ganotodanto এবং সর্বশেষ  Dhaka Expose. পেজটি গত এক মাসে ৬-৭ টি ভুয়া তথ্য ছড়িয়েছে।

 Dhaka Expose পেইজের ছড়ানো একটি গুজব দেখুন এখানে

এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীকে উদ্ধৃতি করে দাবি করা হচ্ছে, “ইন্টারনেট শাটডাউন করে দিলেই তারেক রহমানের রাজনীতি শেষ।” 

যাচাইয়ে দেখা যায় এনসিপি নেতা এমন কোন মন্তব্য করেননি এবং কোন গণমাধ্যমেও এমন কোন বক্তব্য আসেনি।

 

Azadir Dak – আজাদির ডাক পেইজটিতে নিউজ আপডেটের পাশাপাশি জামায়াতের রাজনৈতিক প্রচারণাসহ ভুয়া তথ্য প্রচার করা হয়।

❝বাংলাদেশের সূর্য উঠে বিএনপির জন্য, সূর্য অস্তও যায় বিএনপির জন্য❞ রুমিন ফারহানার এই বক্তব্য কে তারা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। ফ্যাক্ট অর ফলস এই বক্তব্যটার আসল ঘটনা পূর্বেই সামনে এনেছে। দেখুন এখানে

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে দাবিতে জামায়াত কর্মীর গুলির দৃশ্যকে প্রচার করা হচ্ছে। দেখুন এখানে

ভারতীয় পণ্য বয়কট করুন – Boycott Indian Products পেইজে মিথ্যা তথ্য ছড়ানো হয় পোস্ট, ভিডিও এবং ফটোকার্ডের মাধ্যমে। গত এক মাসে পেইজটি  ৭ টির মত ভুয়া তথ্য প্রচার করেছে।

সম্প্রতি পাবনায় নির্বাচনী প্রচারণায় গুলি বর্ষণের ঘটনায় এই পেজ থেকে দাবি করা হয়েছে, বিএনপিপন্থীরা গুলি করেছে জামায়াত নেতা আবু তালেব মন্ডলের সমাবেশে। দেখুন এখানে। কিন্তু ফ্যাক্ট অর ফলস যাচাই করে পেয়েছে গুলি হাতে যুবক জামায়াত কর্মী।

 

ইনকিলাব জিন্দাবাদ পেইজে জামায়াতের প্রচারণার পাশাপাশি মিথ্যা তথ্য পোস্ট আকারে ছড়ানো হয়। গত এক মাসে এটি ৩ টি মিথ্যা তথ্য ছড়িয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্ডিলেটর  সাপোর্ট দেয়া হচ্ছে দাবিতে এআই ভিডিও প্রচার করা হচ্ছে। দেখুন এখানে

Akhi’s story এই পেইজে ডিপফেক ভিডিও প্রচার করা হয় জামায়াতের পক্ষে। মিথ্যা তথ্য দিয়ে বানানো ডিপফেক ভিডিও প্রচার করা হয়।

Akhi’s story পেইজ থেকে ডিপফেক ভিডিও প্রচার করা হচ্ছে যেখানে দেখা যায় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দিচ্ছে। যে ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার এবং ভিউ হচ্ছে।

একটি বক্তব্যে বলতে শোনা যায়, “বেসরকারি জরিপে দেখলাম জামায়াত,চরমোনাই,হেফাজত ২৪১ আসন পাচ্ছে এজন্য বিএনপি এখন নির্বাচন চাচ্ছে না। কোরআনের শাসন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ।”

অন্য বক্তব্যে শোনা যায়, “বিএনপি ৪০ সিট,জামায়াত ১৯০ এবং এনসিপি পাবে ২০ এটা আমাদের জরিপ। মানুষ পরিবর্তন সুশাসন ও ইসলামের শাসনের পক্ষপাতী। আর বেশি দেরি নয় আগামী ফেব্রুয়ারীতেই কুরআনের শাসন দেখতে পারবেন আপনারা। সবাই আলহামদুলিল্লাহ পড়ে ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন।”

দেখুন এখানে এখানে এখানে

এই পেইজ থেকে এখন পর্যন্ত ১৩০ এর অধিক এআই তথা ডিপফেক ভিডিও প্রচার করা হয়েছে।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট