বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জাতীয় পরিচয়পত্রে ’আরেক মেহমান’ হিসেবে নিবন্ধন হয়েছে দাবি করে একটি ভিডিও বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
তবে যাচাই করে ভিডিওটির সত্যতা পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে সংবাদ উপস্থাপনের আদলে বলা হচ্ছে, তারেক রহমানের এনআইডি তে নাম এসেছে আরেক মেহমান, অভিযোগ জানাতে অফিসে তারেক রহমান এবং ক্ষোভ প্রকাশ। ক্ষমা চাইলেন কর্মকর্তা, দ্রুত সঠিক করে দেওয়ার প্রস্তুতি। স্ক্রিনে ভিডিওটিতে একজন পুরুষ বিষয়টি উপস্থাপন করছেন এবং নীচের অংশে তারেক রহমানের ছবিসহ একটি ফটোকার্ড যুক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে [shokher_baddojontro] নামে একটি একাউন্ট থেকে ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয়। সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি তিন মিলিয়নের বেশি বার দেখা হয়েছে এবং ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। শেয়ার করা হয়েছে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে।
যাচাই করতে গিয়ে, ভিডিওটির স্ত্রিনশট এআই সম্পাদিত কন্টেন্ট সনাক্তকরণ সাইট আনডিটেক্টেবল এআই এবং ডি-কপি এআই ফটো ডিটেক্টরে আপলোড করা হয়। উভয় সাইটেই ছবি বা ভিডিওটির ৯৯ শতাংশই এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করে। এছাড়াও অন্য কোনো সংবাদ মাধ্যমেও এ সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জাতীয় পরিচয়পত্রে ’আরেক মেহমান’ হিসেবে নিবন্ধন হয়েছে দাবি করা ভিডিওটি ভুয়া ।