গণভোট নিয়ে তারেক রহমানের নামে ভুয়া বক্তব্য প্রচার

সামাজিক যোগাযোগমাধ্য়মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান তারেক রহমানের নামে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “মার্কা যার যার, গণভোটে “হ্যাঁ” ভোট সবার। নতুন স্বৈরাচার রুখতে, জুলাইয়ের পক্ষে ভুলবেন না “হ্যাঁ।”

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে 

কিন্তু যাচাই করে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো বক্তব্য দেননি। গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যদি এমন কোনো বক্তব্য দিতেন তাহলে সেটা সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হতো। কিন্তু সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও, উক্ত ফটোকার্ডটিতে ‘আমার ডাকসু’ লেখা রয়েছে। এ নামে সার্চ করে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। কিন্তু তাদের পেজেও এরকম কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করে সেখানে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অসত্য তথ্য সম্বলিত ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে।

সুতরাং, তারেক রহমানের নামে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট