তারেক রহমান ভারতপন্থী বক্তব্য দিয়েছেন দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে অপপ্রচার

“…ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না’ : বিএনপির তারেক রহমানের ভারতপন্থী বক্তব্যে ভারতের জন্য সুখবর।” এবং “বাংলাদেশের অস্তিত্বের জন্য তারেক রহমান ভারতকে কৃতিত্ব দিচ্ছেন।” দাবি করে সংবাদ প্রকাশ করেছে একাধিক  ভারতীয় সংবাদমাধ্যম। তবে যাচাইয়ে দেখা গেছে, শিরোনামের বিপরীতে মূল সংবাদে দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি তারা। 

এসম্পর্কিত সংবাদ গুলো দেখুন এখানে এখানে এখানে

এসম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, তারেক রহমানের ভারতপন্থী বক্তব্য ভারতের জন্য সুখবর উল্লেখ করে সর্বপ্রথম সংবাদটি প্রকাশ করে india.com নামে একটি ভারতীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (৬ জানুয়ারি,২০২৬) রাত ৮ টা ৪২ মিনিটে সংবাদটি প্রকাশ করে তারা। শিরোনামটিতে লেখা হয়,  Bangladesh’s existence cannot be imagined without…’: Good news for India as BNP’s Tarique Rahman gives pro-India statement। অর্থাৎ “….ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না’ : বিএনপির তারেক রহমানের ভারতপন্থী বক্তব্যে ভারতের জন্য সুখবর।”

সংবাদটির বিষয়বস্তু অপরিবর্তিত রেখে পরদিন (৭ জানুয়ারি) ভিন্ন শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট । এতে শিরোনাম দেয়া হয়, “বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিচ্ছেন খালেদা জিয়ার ছেলে: ইউনূস কি শুনতে পাচ্ছেন?’’

তবে ভারত থেকে প্রকাশিত সংবাদমাধ্যম দু’টির প্রতিবেদনেই শিরোনামে তারেক রহমান ভারতপন্থী বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হলেও নিউজবডিতে সেটির উল্লেখ নেই। উভয় প্রতিবেদনেই তারেক রহমানের ২ টি বক্তব্য সরাসরি কোট করা হয়। এর প্রথম বক্তব্যটি মুক্তিযুদ্ধ বিষয়ে এবং দ্বিতীয় বক্তব্যটি জুলাই অভ্যুত্থান বিষয়ে।  

এতে মুক্তিযুদ্ধ বিষয়ে তারেক রহমান বলেছেন উল্লেখ করে  প্রতিবেদনে লেখা হয়, ‘মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।’ এবং দ্বিতীয় বক্তব্যে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।’

এতে কোন বাক্যেই তারেক রহমান ভারতকে কৃতিত্ব দিয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও  এ বিষয়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনেও তারেক রহমানের বক্তব্যে ভারতের উল্লেখ পাওয়া যায়নি। 

মূলত, গত ৫ই জানুয়ারি বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশঙ্খলা- অর্থনৈতিক পরিস্থিতি, উগ্রবাদের উত্থান ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় তারেক রহমান দলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন। আলোচনার বিষয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে যে বিবৃতি পাঠানো হয় তাতেও ভারতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

অর্থাৎ,“তারেক রহমান ভারতপন্থী বক্তব্য দিয়েছেন” দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত শিরোনামের দাবির সাথে সংবাদ বিষয়বস্তুর অসামঞ্জস্যতা স্পষ্ট। এবং প্রতিবেদনগুলোর  শিরোনাম বিভ্রান্তিকর।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট